promotional_ad

কুমিল্লার অপেক্ষা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্থানীয় ক্রিকেটাররা অনুশীলন শুরু করলেও এখনও যোগ দেননি বিদেশি ক্রিকেটাররা।


৬ই জানুয়ারি সিলেট সিক্সার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বিদেশিদের অপেক্ষায় প্রহর গুনছে দলটি। তবে এই বিষয়টি খুব ভাবাচ্ছে না আজ মিরপুরে অনুশীলনে নামা কুমিল্লার তরুণ অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসানকে।


তাঁর বিশ্বাস আফ্রিদি, স্মিথের অনুপস্থিতিতে স্থানীয় ক্রিকেটাররা ভালো খেললে তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়। মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,    



promotional_ad

'তেমন কোনও প্রভাব পড়বে না। আমরা যদি স্থানীয়রা ভালো করি তাহলে মনে হয় তেমন কোনও সমস্যা হবে না।'


স্বাভাবিকভাবেই বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতে একটি ভালো শুরু করতে চায় কুমিল্লা। আর এক্ষেত্রে তাঁদের সাহায্য করবে ড্রেসিংরুমের বন্ধুত্বপূর্ণ পরিবেশ। মেহেদির মতে দলটির সকলে বন্ধুবৎসল হওয়াতেই দ্রুত মানিয়ে নেয়া কঠিন হবে না মোটেই। তাঁর ভাষ্যমতে,  


'অবশ্যই সবাই একটি ভালো শুরু চায়। আমাদের দল অনুযায়ী আমার মনে হয় না তেমন কোনও প্রভাব পড়বে। কারণ আমাদের সবাই অনেক ফ্রেন্ডলি। গত বছর যেটি ছিলো যে সবাই ফ্রেন্ডলি ছিলো। এক দুই দিনে সবাই মিলে গিয়েছিলো। এই জিনিসটি খুব ভালো যে কুমিল্লা দল খুব তাড়াতাড়ি একত্র হয়ে যায়।'


উল্লেখ্য এবারের বিপিএলে কুমিল্লা দলটিতে বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছে পাকিস্তানের শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ, উইন্ডিজদের হার্ডহিটার ব্যাটসম্যান এভিন লুইস এবং লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।



অপরদিকে দলটিতে​ দেশিদের মধ্যে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা। 


কুমিল্লা স্কোয়াডঃ 


তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, লিয়াম ডওসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমাখাই, আমির ইয়ামিন, স্টিভ স্মিথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball