কেপটাউনেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত পাকিস্তানের

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কেপটাউন টেস্টেও দাপট অব্যাহত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। সফরকারী পাকিস্তানকে মাত্র ১৭৭ রানে অলআউট করেছে দলটি। দিনশেষে ব্যাট হাতেও নিরাপদ প্রোটিয়ারা। প্রথম দিন শেষে তাঁদের সংগ্রহ দুই উইকেটে ১২৩ রান।
মোহাম্মদ আমির ফিরিয়েছেন ডিন এলগারকে (২০)। দিনের শেষ বলে শান মাসুদের বলে বোল্ড হয়ে ফিরেছেন এইডেন মার্করাম। ফেরার আগে ১৪ টি চার ও একটি ছক্কায় করেছেন ৭৮ রান।
৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে প্রোটিয়ারা। উইকেটে আছেন হাশিম আমলা (২৪*)। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তান শুরু থেকেই প্রোটিয়া পেসারদের তোপের মুখে পড়ে।
মাত্র এক রান করে ডেল স্টেইনের বলে টেম্বা বাভুমার হাতে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার ফখর জামান। আরেক ওপেনার ইমাম-উল হকও (৮) দ্রুত ফিরে যান ফিল্যান্ডারের লেগ বিফোরের ফাঁদে পড়ে।

১৯ বল খেলে আজহার আলি ফেরেন মাত্র দুই রানে। কাগিসো রাবাদার বলে কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপর আসাদ শফিক আর শান মাসুদ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা সফল হয়নি।
দলীয় ৫১ রানে ফিরে যান ২০ রান করা আসাদ শফিক। তার একটু পরেই ডুয়ান অলিভিয়েরের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান বাবর আজম (২)। এরপরে শান মাসুদের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন পাক অধিনায়ক সরফরাজ খান।
পাঁচটি চার ও একটি ছয়ে ৭১ বলে ৪৪ রান করে ফিরে যান মাসুদ। সেঞ্চুরিয়নে দুই ইনিংসেই শুন্য রানে আউট হওয়া সরফরাজ এদিনে ব্যাট হাতে ফিফটির দেখা পেয়েছেন।
৮১ বলে নয়টি চারের সহায়তায় ৫৬ রানের ইনিংস খেলে দলীয় ১৫৬ রানের সময় ফিরে যান তিনি। পাকিস্তান থেমেছে ১৭৭ রানে। শেষের দিকে ২২ রান করে অপরাজিত ছিলেন আমির।
প্রোটিয়া পেসারদের মধ্যে অলিভিয়ের নেন চারটি উইকেট। এছাড়া স্টেইন তিনটি, রাবাদা দুইটি এবং ফিল্যান্ডার নিয়েছেন একটি উইকেট।
এর আগে সেঞ্চুরিয়ন টেস্টে দুই ইনিংসে ১৮১ এবং ১৯০ রান করে অলআউট হয়েছিল পাকিস্তান। টেস্ট ম্যাচটি হেরেছিল ম্যাচের তৃতীয় দিনের মাঝামাঝিতে। এবারও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রইলো দলটির।
সংক্ষিপ্ত স্কোরঃ-
পাকিস্তান প্রথম ইনিংসঃ ১৭৭/১০ (৫১.১ ওভার)
(সরফরাজ ৫৬, মাসুদ ৪৪; অলিভিয়ের ৪/৪৮, স্টেইন ৩/৪৮)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ১২৩/২ (৩০ ওভার)
(মার্করাম ৭৮, আমলা ২৪*; মাসুদ ১/৪)