ক্লুজনারের সাহায্য প্রার্থী মিরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাজশাহী কিংসের হয়ে প্রথমবারের মতো অধিনায়কত্ব পাওয়ার পর দলের কোচ ল্যান্স ক্লুজনার এবং সিনিয়র ক্রিকেটারদের সাহায্য প্রত্যাশা করছেন মেহেদি হাসান মিরাজ।
কিংসদের নতুন এই দলপতির বিশ্বাস কোচ এবং বাকি অভিজ্ঞ খেলোয়াড়দের সাহায্যে অধিনায়কত্বের কাজটি অনেক সহজ হয়ে যাবে তাঁর। অধিনায়কত্ব পাওয়ার পর সাংবাদিকদের মিরাজ বলেছেন,

'আসলে এটি আমার জন্য সহজ হয়ে যাবে। আপনারা জানেন যে কোচ আছে, ক্লুজনার। সে অনেক ভালো একজন ক্রিকেটার ছিলো দক্ষিণ আফ্রিকার এবং অনেক ভালো কোচ। আর আমাদের যে সিনিয়র ক্রিকেটার রয়েছে এবং আমাদের টিম ম্যানেজমেন্টে যারা আছেন তাঁরা অনেক অভিজ্ঞ। এটি আমার জন্য অনেক সোজা হয়ে যাবে যে তাঁরা আমাকে সাহায্য করবে।'
দলের যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সদস্যেরকেও প্রাধান্য দেয়া হবে, জানিয়েছেন মিরাজ। সবার মিলিত সিদ্ধান্তকেই গুরুত্ব সহকারে দেখা হবে উল্লেখ করে ২১ বছর বয়সী মিরাজের ভাষ্য,
'শুধু আমি একাই সিদ্ধান্ত নিবো এমন কিছু না। সকলের সমন্বয়ে সিদ্ধান্ত আসবে। কোচ একটি কথা বলবে, ম্যানেজমেন্ট একটি কথা বলবে, হয়তো আমার একটি সিদ্ধান্ত থাকতে পারে। সবার একটি সিদ্ধান্ত নিয়েই কাজ করা হবে, শুধু আমার সিদ্ধান্ত কিংবা কোচের সিদ্ধান্তে হবে না। সবার সিদ্ধান্তকেই প্রাধান্য দেয়া হবে বলে আমার মনে হয়।'
রাজশাহী কিংস স্কোয়াড-
শাহরিয়ার নাফীস, সৌম্য সরকার, মমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, জাকির হাসান, ফজলে রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু ও মার্শাল আইয়ুব, রায়ান টেন ডেসকাট, কাইস আহমদ, ক্রিশ্চিয়ান জনকার, ইসুরু উদানা, লরি ইভান্স, সেকুগে প্রসন্ন ও মোহাম্মদ সামি।