বিপিএল দিয়ে জবাব দিতে চান রুবেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসর দিয়ে নিজেকে আরও একবার প্রমাণ করতে উন্মুখ হয়ে আছেন টাইগার পেসার রুবেল হোসেন। উইন্ডিজদের বিপক্ষে গত টি টুয়েন্টি সিরিজের দলে থাকলেও খেলা হয়নি রবেলের।
তাই এবার বিপিএলে ভালো খেলে জবাব দিতে চান তিনি। তাঁর বিশ্বাস বিপিএল এমন একটি ক্ষেত্র যেখানে ভালো করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়া সম্ভব হবে সহজেই। ঢাকা ডাইনামাইটসের এই পেস তারকা তাই বিপিএলকেই বেঁছে নিচ্ছেন প্ল্যাটফর্ম হিসেবে। বলেছেন,

'অবশ্যই, বিপিএল আমাদের সব ক্রিকেটারের জন্য ভালো একটি প্ল্যাটফর্ম। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকে কিন্তু পারফর্ম করাটা সহজ হয় আমার কাছে।'
বিপিএলে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সংস্পর্শে অভিজ্ঞতা সঞ্চয় করা সম্ভব হয় স্থানীয়দের। আর এই অভিজ্ঞতা কাজে লাগিয়েই জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করা যায়, মতামত রুবেলের। তাঁর ভাষায়,
'এখানে (বিপিএল) আন্তর্জাতিক ক্রিকেটের সব বড় বড় খেলোয়াড় আমাদের সাথে খেলে। আমার কাছে মনে হয় এখানে ভালো করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটেও খুব ভালোভাবে পারফর্ম করা যায়।'
ঢাকা ডাইনামাইটসের হয়ে এবারই প্রথম খেলছেন রুবেল হোসেন। আর সেই কারণে স্বভাবতই বেশ রোমাঞ্চিত তিনি। দল হিসেবে ভালো খেলতে হলে সবাইকে নিজের জায়গা থেকে প্রচেষ্টা করতে হবে জানিয়েছেন এই ২৯ বছর বয়সী এই পেসার,
'আমি এবারই ঢাকা দলের হয়ে প্রথম খেলছি এবং অনেক বেশি রোমাঞ্চিত, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা একটি দুটি দিন প্রস্তুতি নিয়েছি। সবাই অনেক কঠোর পরিশ্রম করছে এবং সিরিয়াসলি অনুশীলন করছে। তো আমার কাছে মনে হয় খুব ভালো একটি দল হয়েছে। আমরা সবাই যদি সবার জায়গা থেকে সেরা চেষ্টাটা দিয়ে থাকি তাহলে খুব ভালো ফলাফল হবে ইনশাল্লাহ।'