ডি ভিলিয়ার্সের স???থে কাজ করতে রোমাঞ্চিত মুডি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্সের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি।
প্রোটিয়া এই বিস্ফোরক ব্যাটসম্যানকে দলে পাওয়াটা দারুণ কিছু বলে মনে করছেন গতবার রাইডার্সকে শিরোপা এনে দেয়া এই অস্ট্রেলিয়ান কোচ। তাঁর বিশ্বাস যেকোনো মুহূর্তেই বিপদজনক হয়ে ওঠার মতো সক্ষমতা রয়েছে ডি ভিলিয়ার্সের। সাংবাদিকদের মুডি বলেছেন,
'বিশ্বমানের ক্রিকেটারদের পাওয়াটা আমাদের জন্য অনেক বড় কিছু। আমি এর আগে এবি ডিভিলিয়ার্সের সাথে কাজ করি নি। তবে হেলস এবং গেইলের সাথে কাজ করেছি আগে। এবির সাথে কাজ করাটা দারুণ কিছু হবে। সে এই ফরম্যাটের একজন বিশ্বমানের খেলোয়াড়। সে বিপদজনক হয়ে উঠতে পারে যেকোনো সময়।'

তবে শিরোপা জিততে হলে শুধু ডি ভিলিয়ার্সের ওপর ভরসা করলেই চলবে না, বরং এক্ষেত্রে দলগত পারফর্মেন্সের ওপর বেশি জোর দিতে হবে, মতামত মুডির। এই প্রসঙ্গে রংপুর কোচের ভাষ্য,
'তবে শুধুমাত্র তাঁর (এবি) প্রতিই নজর থাকবে না। আমার মতে একাদশে থাকা ক্রিকেটারদের নিজেদের ভূমিকা পালন করাটা বেশি গুরুত্বপূর্ণ।'
রংপুরের হয়ে সাতটি ম্যাচ খেলার কথা রয়েছে ডি ভিলিয়ার্সের। অপরদিকে ইংলিশ তারকা ওপেনার অ্যালেক্স হেলসকে পুরো আসরের জন্য পাচ্ছে তারা। বিদেশি ক্রিকেটারের প্রাচুর্য থাকলেও স্থানীয় ক্রিকেটারদের ওপরেও আস্থা রাখছেন টম মুডি। বলেছেন,
'আমরা এবিকে প্রায় সাতটি ম্যাচের জন্য পাচ্ছি এবং অ্যালেক্স হেলসকে পুরো টুর্নামেন্টে থাকছে। আমাদের বেশ কিছু স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটার রয়েছে। টুর্নামেন্ট জিততে হলে একজনের ওপর নির্ভর করলে হবে না। দলগত পারফর্মেন্স প্রয়োজন এক্ষেত্রে।'
রাইডার্সদের কোচ আরও যোগ করেন, 'আমরা আমাদের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের ওপর আস্থা রাখবো। আমার বিশ্বাস তাঁদের যখন সুযোগ আসবে তখন তাঁরা হাল ধরতে পারবে। একজন ক্রিকেটার দলকে ধারাবাহিক জয় এনে দিতে উদবুব্ধ করলেও দলগত প্রচেষ্টা শিরোপা জেতাতে পারে।'