পুরনো ইনজুরিতে ছিটকে গেলেন হারিস

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অবশেষে কেপটাউন টেস্ট থেকে ছিটকে পড়লেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান হারিস সোহেল। ডান হাতের কুনুইয়ের ইনজুরির কারণেই আগামী বৃহস্পতিবার দিন শুরু হওয়া টেস্ট ম্যাচটিতে খেলা হচ্ছে না তাঁর।
তাঁর ছিটকে পড়ার খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে,

'বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হারিস সোহেল ডান হাতের কুনুইয়ের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফরে আর খেলছে না।'
তবে কুনুইয়ের ইনজুরি নতুন নয় সোহেলের। সিরিজের বক্সিং ডে টেস্ট ম্যাচেও একই কারণে খেলতে পারেননি তিনি। সেঞ্চুরিয়নে তাঁর বদলে একাদশে নেওয়া হয়েছে শান মাসুদকে।
ম্যাচ শুরুর মাত্র নব্বই মিনিট আগে একাদশে জায়গা করে নিয়েছিলেন মাসুদ। এবার জানা গেল, কুনুইয়ের ইনজুরির কারণে কেপটাউন টেস্ট এবং জোহানেসবার্গ টেস্টেও খেলছেন না তিনি।
এমনকি ওয়ানডে বা টি-টুয়েন্টি সিরিজেও দলের সঙ্গে থাকবেন না তিনি। কেপটাউন টেস্ট জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১১ই জানুয়ারি।