বাংলাদেশকে যথেষ্ট দিয়েছেন মাশরাফিঃ পাপন

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সুদীর্ঘ ১৮ বছরে বাংলাদেশ ক্রিকেটের ছন্নছাড়া অবস্থান থেকে বর্তমান এই সাফল্য পর্যন্ত সবকিছুই দেখেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনজুরি আর অপারেশনের বাঁধার ভিড়ে নিভৃতে নিজের পারফর্মেন্সেও দলের জয়ের সাক্ষী হয়েছেন অসংখ্যবার।
আর এটাই এদেশের মানুষের জন্য যথেষ্ট হওয়া উচিত বলে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সম্প্রতি দেশের রাজনীতিতে মাশরাফির সক্রিয় অংশগ্রহণকে পুরোপুরি সমর্থন করে বুধবার দিন মিডিয়ার সামনে তিনি জানান,
'আপনারা যেটি বলছেন (মাশরাফির রাজনীতিতে অংশগ্রহণ) একধরনের একটি চিন্তাভাবনা আছে মানুষের। তবে আমি এর সাথে কোনোভাবেই একমত নই। আমি একমত নই এই কারণে যে মাশরাফি যা করেছে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সেটাই যথেষ্ট হওয়া উচিৎ এদেশের মানুষের জন্য।'

উল্লেখ্য, শুধুমাত্র দলের পেসার হয়ে খেলা মাশরাফি চূড়ান্ত সাফল্যগুলো পেয়েছেন অধিনায়ক হিসেবে। তাঁর নেতৃত্বে গত বিশ্বকাপের কোয়াটার ফাইনালে খেলে বাংলাদেশ। এছাড়া চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল এবং শেষ দুই বারের এশিয়া কাপের ফাইনাল তাঁর নেতৃত্বেই খেলেছে বাংলাদেশ।
আগামী বিশ্বকাপ খেলেই অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছেন মাশরাফি। অবশ্য বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ব্যাপারে ধোঁয়াশাও রেখেছেন কিছুটা।
ক্যারিয়ারের অনেকটা অন্তিম লগ্নেই রাজনীতির মাঠে নেমেছেন তিনি। একারণেই কোন সমস্যা দেখছেন না পাপন। দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবকের বিবেচনায় আছে খেলার মাঠে মাশরাফির লড়াকু মনোভাবও।
'তাঁর জীবন একরকমই থাকবে না, বিশেষ করে ক্রিকেটারদের। পারফর্মেন্স ওঠা নামা করে এবং ও এমন একটি সময়ে এসেছ??? যখন কিনা প্রায় শেষের দিকে। যেকোনো সময়ে সে অবসরে চলে যেতে পারে। সেদিক থেকে চিন্তা করে আমরা চাই যতদিন সে খেলতে পারে খেলুক।
'আর তাঁর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। এখন পারফর্মেন্স কি হবে সেটি জানি না, কিন্তু সে যে চেষ্টা করবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ ও হচ্ছে সত্যিকারের একজন যোদ্ধা।'