promotional_ad

ইতিহাস গড়ার হাতছানি কোহলিদের সামনে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচ সিরিজের শেষ টেস্টে বৃহস্পতিবার মাঠে নামছে ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।


ফলে ফুরফুরে মেজাজেই মাঠে নামবে ভিরাট কোহলির দল। এই ম্যাচ ড্র কিংবা জয় করতে পারলেই ইতিহাস গড়বে ভারতীয়রা। ১৯৪৭ সালে সর্বপ্রথম অস্ট্রেলিয়া সফরে যায় ভারত। এরপর থেকে এখন পর্যন্ত কোনো কোনো সফরেই টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয়রা।


এদিকে, সিরিজে পিছিয়ে থাকায় মানসিক ভাবে কিছুটা পিছিয়ে থেকে মাঠে নামবে অজিরা। তাদের লক্ষ্য জয় দিয়ে সিরিজ বাঁচানো। আগের সফরগুলোতে ভারত সবসময় ভালো মানের পেস বোলারের অভাবে ভুগেছে।


এবারের সিরিজের শুরু থেকেই দুর্দান্ত ছিলেন জসপ্রিত বুমরাহ। তিনি এখন পর্যন্ত ২০ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটের মালিক। অজি পেসাররা তাঁর ধারে কাছেও নেই।প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডের উইকেট যথাক্রমে ১৪, ১২ ও ১১টি করে।


promotional_ad

ফলে ধরে নেয়াই যাচ্ছে এবারের সিরিজে সর্বাধিক উইকেট শিকারি হতে চলেছেন বুমরাহ। এটিও দারুণ এক মাইলফলক। কারণ কোনো ভারতীয় বোলারই এখন পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে সর্বাধিক উইকেট শিকারি হতে পারেননি।


পরিসংখ্যান বিচার করলে দেখা যায় সিডনির মাঠ বরাবারই স্পিন সহায়ক। ফলে, এই ম্যাচে কিছুটা বাড়তি সুবিধা পাবে ভারত। পার্থে ভারত কোনো বিশেষজ্ঞ স্পিনার না খেলালেও মেলবোর্নেই দলে ফিরেই দারুণ চমক দেখিয়েছেন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।


বল হাতে নিয়েছেন ৫ উইকেট। ফলে এই ম্যাচে তাঁর খেলা অনেকটাই নিশ্চিত। তাছাড়া, বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। ইনজুরি কাটিয়ে ম্যাচ খেলার জন্য তিনি তৈরি। 


এদিকে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং আক্রমণ সামলাবেন নাথান লায়ন। পার্থে তিনি ৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রেখেছেন । এই ম্যাচে বাড়তি একজন স্পিনার খেলাতে পারে অজিরাও।


এই কারণে দলে ডাকা হয়েছে লেগ স্পিনিং অলরাউন্ডার মারনাস লাবুশেনকে। অবশ্য অস্ট্রেলিয়ার মূল চিন্তা বোলিং নয়। টপ অর্ডার ব্যাটসম্যানদের অধারাবাহিকতা ভাবাচ্ছে অজি নির্বাচকদের। এই ম্যাচে জয় পেতে অজি ব্যাটসম্যানদের রাখতে হবে বড় ভূমিকা।


অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): মার্কাস হ্যারিস, উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব/ অ্যারন ফিঞ্চ, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজেলউড।


ভারত একাদশ (সম্ভাব্য): মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, ভিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হুনুমা বিহারী, ঋষভ পান্ট (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামী, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball