promotional_ad

'দুয়ার সবার জন্যই খোলা'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পুলে থাকা সকল ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা খোলা। তবে মাঠের পারফর্মেন্সের উপরই নির্ভর করবে তাঁদের দলে জায়গা পাওয়া। তাই বিপিএলে প্রত্যেক ক্রিকেটারের পারফর্মেন্সের উপর সমান দৃষ্টি থাকবে জাতীয় দলের নির্বাচকদের।


জাতীয় দলে খেলার আশায় আসন্ন এই টুর্নামেন্টে নিজেদের সবটুকু দিয়ে পারফর্ম করবে দেশের ক্রিকেটাররা, বিশ্বাস জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। 



promotional_ad

'সবমিলিয়ে আমাদের পুলের যে সকল খেলোয়াড় আছে ৪০ জন ওরা কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। সেই হিসেবে সব ক্রিকেটারের প্রতিই সমানভাবে নজর দেয়া হবে। সবার পারফর্মেন্সেই নজর দেয়া হবে।


'সেই হিসেবে কাউকে কোনও জায়গা থেকে কমতিতে দেখবেন না। যে যে ফরম্যাটেই খেলুক না কেন পারফর্ম করতে হবে,' বুধবার মিরপুরের বিসিবি আঙ্গিনায় গণমাধ্যমকে বলেছেন নান্নু। 


ইনজুরি এবং ফর্মহীনতায় জাতীয় দলের বাইরে ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। পেসার তাসকিন আহমেদও ছিটকে পড়েছিলেন ইনজুরির কারণে। শৃঙ্খলা ভঙ্গ করে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞায় ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান।



তাঁদের সকলেরই জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে। বিপিএলে সেরা পারফর্মেন্সটা দিতে পারলে জাতীয় দলের পথ তাঁদের জন্যও সহজ হয়ে যাবে, ইঙ্গিত নান্নুর। তাঁদের পারফর্মেন্সে বাড়তি নজর থাকবে নির্বাচকদের।


'অনেক দিন পর তাসকিন ফিরে এসেছে। কারণ সে ইনজুরি নিয়ে লড়াই করছিলো। সাব্বির রহমান নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসেছে। তাঁর খেলার থেকে বেশি নজর দিতে হবে নিজের প্রতি। ওর শৃঙ্খলার ক্ষেত্রে, এই দিকটিও পর্যবেক্ষণ করতে হবে। সবমিলিয়ে এবং সবদিক থেকেই কিন্তু নজর দিতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball