সাব্বিরে নজর থাকবে বোর্ডের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাঠে এবং মাঠের বাইরে নানা বিশৃঙ্খলায় জড়ানো ক্রিকেটার সাব্বির রহমানের দিকে বিপিএলে বিশেষ নজর থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। খেলার পারফর্মেন্সের সাথে তাঁর শৃঙ্খলার বিষয়টিও পর্যবেক্ষণ করবেন বোর্ড কর্তারা।
আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা প্রায় শেষের পথে ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমানের। এখন তাই তাঁকে নিয়ে ভাবছে বাংলাদেশ দলের নির্বাচকরা। বুধবার বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকের সাথে আলাপকালে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন,

'সাব্বির রহমান নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসেছে। তাঁর খেলার থেকে বেশি নজর দিতে হবে নিজের প্রতি। ওর শৃঙ্খলার ক্ষেত্রে, এই দিকটিও পর্যবেক্ষণ করতে হবে। সবমিলিয়ে এবং সবদিক থেকেই কিন্তু ??জর দিতে হবে।'
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক সমর্থককে অকথ্য ভাষায় গালাগালি করেছিলেন সাব্বির। শুধু তাই নয়, সেই দর্শককে হুমকিও দিয়েছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার।
যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে। বিগত ২ বছরে বেশ কয়েকটি বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। নারী ঘটিত ব্যাপারের পাশাপাশি ক্রিকেট মাঠে হাতাহাতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি।
যার জন্য আর্থিক জরিমানা এবং ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞাও পেয়েছিলেন জাতীয় দলের এই ডানহাতি ব্যাটসম্যান। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা এবার সাব্বিবের দিকে বিশেষ নজর রাখার পরিকল্পনা করছেন।