promotional_ad

রাজশাহীর আস্থার প্রতিদান দিতে চান নাফিস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে কোনো দলই আগ্রহ দেখায়নি শাহরিয়ার নাফিসের প্রতি। তবে ড্রাফটের পর তাকে দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস।


রাজশাহী শেষ পর্যন্ত তাকে দলে নেয়ার দলটির কর্তৃপক্ষের প্রতি দারুণ কৃতজ্ঞ এই ক্রিকেটার। নাফিস এবার দলটির আস্থার প্রতিদান দিতে চান। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন নাফিস।


'সত্যি কথা বলতে কি দল পাওয়া বা না পাওয়ার ব্যাপারটি সবসময় তো ক্রিকেটারদের হাতে থাকে না। তবে আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে যখনই যে দলের হয়ে খেলি তখনই সেরাটা দেয়ার। আমি রাজশাহী কিংস কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা বিবেচনা করেছেন এবং ড্রাফটের পরে আমাকে সুযোগ দিয়েছেন। আমি চেষ্টা করবো আমার যে সামর্থ্য এবং অভিজ্ঞতা আছে তা দিয়ে সার্বিকভাবে খেলা এবং যতটুকু সম্ভব অবদান রাখা।'


promotional_ad

নাফিস মনে করেন রাজশাহীর এবারের দলটি যে কাউকেই হারাতে পারে। স্থানীয় ও বিদেশী ক্রিকেটারদের নিয়ে তারা দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছে বলেই বিশ্বাস তাঁর।


'আপনি যদি সবগুলো দলের সাথে তুলনা করেন আমি বলবো আমরা স্থানীয় ক্রিকেটারের দিক থেকে সবথেকে ভারসাম্যপূর্ণ দল। পাশাপাশি যারা বিদেশি ক্রিকেটার আসছে তারা সকলেই টি টুয়েন্টির জন্য অনেক কার্যকরী। আমি মনে করি রাজশাহী কিংস অনেক ভারসাম্যপূর্ণ একটি দল এবং তারা যেকোনো দিন যেকোনো দলকে হারানোর সক্ষমতা রাখে।'


এই টপ অর্ডার ব্যাটসম্যান জানিয়েছেন তাঁর দলের প্রধান লক্ষ্য এখন কোয়ালিফায়ার নিশ্চিত করা। এরপরই নিজেদের পরবর্তী পরিকল্পনা ঠিক করতে চায় দলটি। দলগত পারফর্মেন্স দিয়ে প্রথমে কোয়ালিফায়ার পর্যন্ত যেতে চায় তারা। 


'আমি সবসময় বিশ্বাস করি যে বিপিএলের মতো টুর্নামেন্টে প্রতিটি দলের প্রথম লক্ষ্য থাকে কোয়ালিফাই পর্যন্ত যাওয়া এবং এরপর পরবর্তী পরিকল্পনা করা। আমাদের সেই চেষ্টাই থাকবে যে দলগতভাবে ভালো পারফর্মেন্সের মাধ্যমে কোয়ালিফাই পর্যন্ত যাওয়া। এরপরের টা পরেই দেখবো ইনশাল্লাহ।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball