বিপিএলই জাতীয় দলের চাবি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাঁচ তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারফর্ম করে জাতীয় দলের দুর্গম পথ সহজ করতে চান সাব্বির রহমান। নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ হিসেবে বিপিএলকেই বেছে নিতে চান ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির।
তাই আপাতত বিপিএল নিয়েই ভাবছেন সিলেট সিক্সার্সের মারকুটে এই ব্যাটসম্যান। আসন্ন এই টুর্নামেন্টে নিজের সবটুকু দিয়ে খেলাই এখন ২৭ বছর বয়সী সাব্বিরের মূল লক্ষ্য।

'হ্যাঁ অবশ্যই, জাতীয় দল সবার জন্যই খোলা আছে। বিপিএলটা আমার জন্য অনেক বড় মঞ্চ। আমার জীবনের অনেক বড় টুর্নামেন্ট। ইন শা আল্লাহ আমি চেষ্টা করব আমার সহজাত ক্রিকেটটা খেলার জন্য। আর বিশ্বকাপ অনেক দূরে আছে এখনও। আপাতত বিপিএল নিয়ে চিন্তা করছি,' মঙ্গলবার মিরপুরে দলের সাথে অনুশীলনের সময় সাংবাদিকদের বলেছেন সাব্বির।
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলারও স্বপ্ন দেখেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে এর আগে নিজের সামর্থ্য প্রমাণ করার সুযোগ কাজে লাগাতে চাইছেন সাব্বির। কারণ তিনি জানেন বিপিএল দিয়েই দলে ফেরা সম্ভব।
'হ্যাঁ আমি যদি বিপিএলে ভালো পারফর্ম করি সুযোগ থাকবে আমার। আমি চেষ্টা করব বিপিএলে ভালো কিছু করার। তারপর বিশ্বকাপে সুযোগ,' যোগ করেছেন তিনি।
বিপিএলের পরপরই শেষ হবে সাব্বিরের নিষেধাজ্ঞা। এরপর জাতীয় দলের দুয়ার যেন তাঁর জন্য খোলা থাকে সেই ব্যবস্থা বিপিএল দিয়েই করতে চান তিনি।