বিজয়ের অস্ত্র আক্রমণাত্মক ব্যাটিং

ছবি: এনামুল হক বিজয়

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যারিয়ারের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং বড় অস্ত্র এনামুল হক বিজয়ের। আক্রমণাত্মক ব্যাটিং করে বেশ সফলও হয়েছেন তিনি।
এবার তাঁর লক্ষ্য স্ট্রাইক রেট ১০০ এর উপরে রাখা। মূলত নিজের ব্যাটিংকে আরও উন্নত করার চেষ্টায় আছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন বিজয়।

'আসলে আমি চেষ্টা করছি যে আক্রমণাত্মকভাবে খেলার, আক্রমণাত্মক মুডে খেলার। স্ট্রাইক রেট ১০০ এর উপরে রাখার। এটি আমিও চেষ্টা করছি। নিজেকে আরও আপডেট করার চেষ্টা করছি।'
ব্যাটিংয়ে নতুনত্ব আনার চেষ্টাতেই তিনি এই পন্থার আশ্রয় নিয়েছেন। এই পন্থা অবলম্বন করে অনেক সময় ব্যর্থ হলেও সফলতার হারই বেশি। তাই তিনি এটাকে আদর্শ মেনেই এগিয়ে যেতে চান।
'ক্রিকেটে আরও নতুনত্ব আনার চেষ্টা করছি এবং ভালো কিছু করার চেষ্টা করছি। এই জন্য আসলে চেষ্টা করেছি স্ট্রাইক রেটটা ১০০ এর উপরে রাখার জন্য। হয়তোবা অনেক সময় ব্যর্থ হয়েছি, অনেক সময় সফল হয়েছি। আমার কাছে মনে হয় এটাই মেনে চলবো।'
বিপিএলের এবারের আসর শুরু হচ্ছে আগামী ৫ জানুয়ারি। এবার আসরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন। ফলে বোঝাই যাচ্ছে বিপিএলের এবারের আসরের শুরু থেকেই দেখা যাবে বিজয়ের আক্রমণাত্মক ব্যাটিং।