বিশ্বকাপে চোখ বিজয়ের

ছবি: এনামুল হক বিজয়

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী মে মাসে ইংল্যান্ডে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছেন ওপেনার এনামুল হক বিজয়।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন তিনি। এই ডানহাতি ওপেনারের মতে, তাঁর খেলা প্রতিটি ম্যাচই এখন বিশ্বকাপের প্রস্তুতি।

'সত্যি কথা বলতে আমি যখন উইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরলাম এবং যখন ম্যাচগুলোতে ভালো করতে পারলাম না, তখন থেকে প্রতিটি ম্যাচই আসলে আমার কাছে বিশ্বকাপের প্রস্তুতি। সেটা এনসিএল বলেন, বিসিএল বলেন, বিপিএলের প্রতিটি ম্যাচ এবং বিপিএলের পরে যদি কোনো ওয়ানডে ম্যাচ খেলি অথবা যেকোনো ম্যাচই আমার জন্য ২০১৯ বিশ্বকাপের জন্য প্রস্তুতি। আমি সবসময় তৈরি থাকার চেষ্টা করবো। এজন্য প্রতিটি ম্যাচই আমার নিজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই ১৯ বিশ্বকাপ খেলতে চাই। এটি সবসময় আমি স্বপ্ন দেখি।'
২০১৫ বিশ্বকাপে ইনজুরির কারণে দলের বাইরে চলে গিয়েছিলেন তিনি। এরপর আবার দলে ডাক পান ৩ বছর পর। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে না পারায় আবারও দলের বাইরে চলে গেছেন তিনি। এখন তাঁর চিন্তা-চেতনার প্রায় পুরোটা জুড়েই রয়েছে আসন্ন বিশ্বকাপ।
'২০১৫ তে আমি যখন ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিলাম এবং চলে আসি, এরপর থেকেই আমি স্বপ্ন দেখি ১৯ এর বিশ্বকাপটি খেলবো। আমার মনে প্রাণে আছে, আমার প্রতিটি চেষ্টাতে, প্রতিটি নেট এবং জিম সেশনে আমি চিন্তা করি যে ১৯ এর বিশ্বকাপ খেলবো। এর জন্য যতটা প্রস্তুত হওয়া দরকার এবং যতটুকু পারফর্ম করা দরকার আমি চেষ্টা করবো করার।'
এবার জাতীয় দলের সুযোগ পেলে সেই সুযোগ হাতছাড়া করতে চান না বিজয়। তাঁর বিশ্বাস এবার সুযোগ পেলে নিজের শতভাগ উজার করে দিতে পারবেন তিনি।
'আসলে এটি সত্য যে চেষ্টা করবো অবশ্যই। হচ্ছে না বা হচ্ছে না কিংবা হবে না তা না। চেষ্টা করবো এবার যতটুকু সুযোগ পাই অথবা যখনই সুযোগ পাই নিজের শতভাগ দিয়ে ১০ রান দরকার হলে ১০ রান, ১৫ রান দরকার হলে ১৫ রান, আবার ফিফটি দরকার হলে ফিফটি- তো যেটি দরকার হবে দলের জন্য অবদান রাখতে চেষ্টা করবো। আশা করি নিজের শতভাগ দিয়ে মেলে ধরতে পারবো।'