গ্রাফের ঊর্ধ্বগতিতে আত্মবিশ্বাসী সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ না পেলেও নিজেদের উপর বিশ্বাস হারাচ্ছেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করে টুর্নামেন্টের শেষ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে তাঁর দল, বিশ্বাস সাকিবের।
টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকলেও সম্প্রতি এই ফরম্যাটে উন্নতির গ্রাফ বাংলাদেশ দলের উপরের দিকে। টি-টুয়েন্টি টুর্নামেন্টে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালের পর উইন্ডিজদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জয়,বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। যা এই ফরম্যাটে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে।

'আমরা সরাসরি সুপার-১২ নিশ্চিত করতে পারিনি কিন্তু আমি আত্মবিশ্বাসী গ্রুপ পর্ব থেকে শুরু করে পুরো টুর্নামেন্টে ভালো করতে। আমরা বিশ্বের যে কোন দলকে হারিয়ে দিতে পারি আমাদের দিনে, তাহলে টুর্নামেন্টে না ভালো করার কোন কারণই দেখছি না। এখনও অনেক সময় আছে এবং আমরা বিশ্বকাপের পূর্বের এই সময়টুকু কাজে লাগাতে চাই।
'আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজদের মাটিতে তাদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জেতেছি। ওই পারফর্মেন্স টি-টুয়েন্টি ফরম্যাটে আমাদের সামর্থ্যের ব্যাপারে আরও আত্মবিশ্বাস বাড়িয়েছে,' আইসিসির সাথে আলাপকালে বলেছেন সাকিব।
মোট আটটি দল নিয়ে আয়োজিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব। যেখান থেকে সেরা চার দল বিশ্বকাপের সুপার-১২ এ যোগ দিবে।
সেরা-১২ এর লড়াইয়ে বাংলাদেশ দলের সাথে থাকবে টি-টুয়েন্টি ফরম্যাটের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও। বাকি ছয় দল গ্রুপ পর্বে যোগ দিবে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব থেকে।