এমসিজির উইকেটকে 'গড়পড়তা' রেটিং

ছবি: ছবি- গ্যাটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার 'বক্সিং ডে' টেস্টের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) উইকেটকে গড়পড়তা রেটিং দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বছর অনুষ্ঠিত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্টে ম্যাচে এমসিজির এই উইকেটকে বাজে রেটিং দিয়েছিল আইসিসি।
চলমান চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টিতে এই মাঠে স্বাগতিকদের ১৩৭ রানের ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচের প্রথম দুই দিনে দারুণ ব্যাটিং করে ৭ উইকেটে ৪৪৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। কিন্তু এর পরই ঘুরে যায় পিচের চরিত্র।

তৃতীয় দিনে উইকেটের ব্যবহারের সাথে তাল মিলাতে ব্যর্থ হয় দুই দলের ব্যাটসম্যানরা। এক দিনেই ১৫ উইকেটের পতন ঘটে। প্রথম দুই দিন দুর্দান্ত ব্যাটিং উইকেট হুট করেই বোলিং উইকেটে পরিণত হলে ম্যাচের সিংহভাগ ফলাফল বের হয়ে যায় তৃতীয় দিনই।
যা চোখে পড়ে ম্যাচ রেফারির, এরপর ম্যাচ শেষ মেলবোর্নের এই উইকেটকে গড়পড়তা রেটিং দেন ম্যাচ রেফারী অ্যান্ডি পাইক্রফট।
টেস্ট ক্রিকেটে উইকেটের মান নিয়ন্ত্রণের জন্য গত বছরের শুরুর দিকে এই রেটিং পদ্ধতি চালু করে আইসিসি। যেখানে পিচের মান বিবেচনা করে পাঁচ ধরণের রেটিং দেয়া হয়। এই পাঁচ রেটিং হলো-খুব ভালো, ভালো, গড়পড়তা, গড়পড়তার নিচে, বাজে।
অ্যাডিলেড ওভালে ভারতের জয় পাওয়া সিরিজের প্রথম টেস্টের পিচকে খুব ভালো এবং পার্থের পিচকে গড়পড়তা রেটিং দিয়েছিল আইসিসি। এবার মেলবোর্নকেও দেয়া হলো গড়পড়তা রেটিং।