আকাশ চোপড়ার বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় সাবেক ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়ার বাছাইকৃত বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ছাড়াও এই দলে বাকি দুই পেসার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং ভারতের জাসপ্রিত বুমরাহ।
২০১৮ সালে বাংলাদেশের হয়ে মোট ১৮টি ওয়ানডে খেলেছেন মুস্তাফিজ। যেখানে তিনি ৪.২০ ইকোনমি রেটে শিকার করেছেন ২৯টি উইকেট। বছরের ষষ্ঠ সেরা উইকেট শিকারিও ছিলেন তিনি। ডেথ ওভারের অন্যতম সেরা এই পেসারকে তাই সেরা একাদশে রেখেছেন আকাশ চোপড়া।
দক্ষিণ আফ্রিকান গতি তারকা রাবাদা ২০১৮ সালে ১৪টি ওয়ানডে ম্যাচে ৪.৮৫ ইকোনমি রেটে ২৩টি উইকেট শিকার করেছিলেন। যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এই পেসারকে তাই দলে রেখেছেন ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক।
একাদশে তৃতীয় পেসার হিসেবে জায়গা পাওয়া বুমরাহ ১৩টি ওয়ানডে ম্যাচে ২২টি উইকেট নিয়েছিলেন। যেখানে তাঁর ইকোনমি রেট ছিলো মাত্র ৩.৬২। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের অপরিহার্য সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

এদিকে আকাশ চোপড়ার একাদশে দুই স্পিনারদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান এবং ভারতীয় কুলদিপ যাদব। ২০টি ওয়ানডেতে ৪৮ উইকেট শিকার করার মাধ্যমে শীর্ষে থেকেই বছর শেষ করেছেন আফগান রশিদ। মাত্র ৩.৮৯ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি। অপরদিকে দ্বিতীয় সেরা উইকেট শিকারি কুলদিপ ১৯টি ওয়ানডে ৪.৬৪ ইকোনমিতে ৪৫টি উইকেট নিয়েছিলেন।
একাদশে দুই ওপেনার হিসেবে রয়েছেন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। ২০১৮ সালে ১৯টি ম্যাচে ৭৩.৫৭ গড়ে ১০৩০ রান সংগ্রহ করেছিলেন রোহিত। যেখানে হাঁকিয়েছেন ৫টি শতক এবং ৩টি অর্ধশতক।
তাঁর সঙ্গী শিখরের বছরটিও দারুণ গিয়েছিলো। ভারতের হয়ে ১৯টি ওয়ানডেতে ৪৯.৮৩ গড়ে ৮৯৭ রান সংগ্রহ করেছিলেন তিনি। তাঁর রয়েছে ৩টি শতক এবং ২টি অর্ধশতক। একাদশে তিন এবং চার নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি ও ইংলিশ জো রুট।
২০১৮ সালের শীর্ষ রান সংগ্রাহক কোহলি ১৩৩.৫৫ গড়ে ১৪ ম্যাচে ১২০২ রান সংগ্রহ করেছিলেন, যেখানে ৬ টি শতকসহ ৩টি অর্ধশতক ছিলো তাঁর। এছাড়াও রুট ২৪টি ওয়ানডেতে ৮৩.৯৩ গড়ে ৯৪৬ রান। হাঁকিয়েছেন ৩টি শতক এবং ৫টি অর্ধশতক।
একাদশে পঞ্চম ব্যাটসম্যান ক্যারিবিয়ান শিমরন হেটমায়ার। ১৮ ম্যাচে ৪০.৩৮ গড়ে ৭২৭ রান সংগ্রহ করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ৩টি শতক এবং ২টি অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি ২০১৮ সালে।
আকাশ চোপড়ার বাছাইকৃত এই দলে উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ইংলিশম্যান জস বাটলার। ২০১৮ সালে ২৩টি ওয়ানডে ম্যাচে ৫১.৬১ গড়ে ৬৭১ রান সংগ্রহ করেছেন তিনি। ২টি শতকসহ ৪টি অর্ধশতক ছিলো তাঁর। ২০১৮ সালে ৩৫টি ডিসমিসালের মালিক ছিলেন বাটলার।
আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে একাদশঃ শিখর ধাওয়ান, রোহিত শর্মা, ভিরাট কোহলি, জো রুট, শিমরন হেটমায়ার, জস বাটলার, রশিদ খান, কুলদিপ যাদব, কাগিসো রাবাদা, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান।