টানা তিনবছর একই রেকর্ড কোহলির!

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাট মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান সংগ্রাহক ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। এ নিয়ে টানা তিন বছর একই রেকর্ড গড়লেন তিনি।
২০১৮ সালে তিন ফরম্যাট মিলিয়ে কোহলি করেছেন ৬৯.৮১ গড়ে ২,৬৫৩ রান। আগের দুই বছরেও একই রেকর্ড গড়েছিলেন ৩০ বছর বয়সী কোহলি।

২০১৬ সালে তিন ফরম্যাট মিলিয়ে তিনি করেছিলেন ২,৫৯৫ রান এবং ২০১৭ সালে তিন ফরম্যাট মিলিয়ে তিনি করেছিলেন ২,৮১৮ রান। এই তিন বছরে তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে এতো বেশি রান করতে পারেননি অন্য কোনও ব্যাটসম্যান।
সম্প্রতি মেলবোর্ন টেস্ট জিতেছে ভারত। সঙ্গে কোহলিও এদিনে ছুঁয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির রেকর্ড। বিদেশের মাটিতে সমান সংখ্যক টেস্ট জয়ের কৃতিত্ব এখন যৌথভাবে সৌরভ ও কোহলির দখলে।
অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে দুজনেই জিতেছেন সমান ১১ টি করে টেস্ট ম্যাচ। তবে তালিকায় এগিয়ে থাকবে কোহলির নাম। কেননা ১১ টি টেস্ট জিততে বিদেশে ২৪ টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি।
অপরদিকে 'প্রিন্স অফ কলকাতা' খ্যাত সৌরভ গাঙ্গুলি বিদেশে ১১ টি টেস্ট ম্যাচ জিতেছেন ২৮ টি টেস্টে অধিনায়কত্ব করে।