promotional_ad

বর্ষসেরা ওয়ানডে একাদশের অধিনায়ক মাশরাফি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে পারফর্মেন্সের তুঙ্গে থাকা ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজিয়েছে ক্রিকফ্রেঞ্জি। যেখানে জায়গা পেয়েছেন চারজন ভারতীয়, তিনজন বাংলাদেশি, দুইজন ইংলিশ এবং একজন করে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। দলটির নেতৃত্বে থাকবেন জয়ের দিক থেকে বছরের দ্বিতীয় সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


ক্রিকফ্রেঞ্জির পাঠকদের সুবিধার্থে একাদশটি তুলে ধরা হল...


১। রোহিত শর্মাঃ ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে ওপেনারদের মধ্যে ফর্মের চূড়ায় ছিলেন ভারতীয় ডানহাতি ওপেনার রোহিত শর্মা। ক্রিকফ্রেঞ্জির একাদশেও ওপেনারের ভূমিকা পালন করবেন তিনি। বছর জুড়ে ১৯টি ওয়ানডে খেলা রোহিত পাঁচ শতক এবং তিন অর্ধশতকে ১০৩০ রান সংগ্রহ করেছেন। অক্টোবরে উইন্ডিজদের বিপক্ষে সর্বোচ্চ ১৬২ রানের ইনিংস খেলেছিলেন রোহিত। ৭৩.৫৭ গড় এবং ১০০.০৯ স্ট্রাইক রেটে রান নেয়া এই ব্যাটসম্যান এবছর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে। এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রোহিত।


২। জনি বেয়ারস্টোঃ রোহিতের সাথে ওপেনিংয়ে থাকছেন ইংল্যান্ড দলের এবছরের সফল ওপেনার জনি বেয়ারস্টো। ২০১৮ সালে ২২টি ওয়ানডে খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান, যেখানে তাঁর রান সংখ্যা ১০২৫। চারটি শতক এবং দুটি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। ১১৮.২২ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটসম্যানের এবছরের বক্তিগত সর্বোচ্চ স্কোর ১৩৯ রান। এছাড়া ৪৬.৫৯ গড়ে রান সংগ্রহ করা বেয়ারস্টো বছরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন।



promotional_ad

৩। ভিরাট কোহলিঃ বছর জুড়ে অবিশ্বাস্য ফর্মে ছিলেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ওয়ানডে ফরম্যাটে ২০১৮ সালের শীর্ষ রান সংগ্রাহক তিনি। ১৪ ম্যাচ খেলে অবিশ্বাস্য ১৩৩.৫৫ গড়ে এই ডানহাতি ব্যাটসম্যানের রান ১২০২। ছয়টি শতক এবং তিনটি অর্ধশতক রয়েছে তাঁর ঝুলিতে। ১০২.৫৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটসম্যান এবছর সর্বোচ্চ ১৬০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।


৪। জো রুটঃ দলের মিডেল অর্ডারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ড দলের অন্যতম নির্ভরশীল ব্যাটসম্যান জো রুট। ব্যাট হাতে ২০১৮ সাল অসাধারণ কাটিয়???ছেন রুট। ২৪ ওয়ানডে খেলে ৯৪৬ রান সংগ্রহ করেছেন এই ডানহাতি। ৫৯.১২ গড়ে রান নেয়া এই ব্যাটসম্যান এবছর তিনটি শতক এবং পাঁচটি অর্ধশতক হাঁকিয়েছেন। তিন শতকের দুটিই এসেছে শক্তিশালী ভারতের বিপক্ষে, পরপর দুইটি শতক হাঁকিয়ে ভারতকে একা হাতে সিরিজ হারান তিনি। অপরাজিত ১১৩ রানের ইনিংস তাঁর ২০১৮ সালের সর্বোচ্চ ইনিংস। 


৫। সাকিব আল হাসানঃ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকছেন পাঁচ নম্বরে। ব্যাট হাতে মিডেল অর্ডারের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখার সামর্থ্য রাখেন সাকিব। ইনজুরি নিয়ে বছরটি পার করেছেন তিনি। তবুও ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফর্মেন্স করে মাত্র ১৫টি ওয়ানডে খেলাই ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে সাকিব। ২০১৮ সালে ওয়ানডেতে ৪৯৭ রান সংগ্রহ করেছেন সাকিব। ৩৮.২৩ গড়ে রান তোলা এই বাঁহাতি ব্যাটসম্যানের ঝুলিতে রয়েছে পাঁচটি অর্ধশতক। সর্বোচ্চ ৯৭ রানের ইনিংস খেলেছেন তিনি। বল হাতেও দুর্দান্ত ছিলেন সাকিব। ৪.৪৮ ইকোনমিতে ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন তিনি। উইন্ডিজদের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ে ব্যাটে বলে সমান ভূমিকা রেখেছিলেন তিনি। 


৬। মুশফিকুর রহিম (উইকেটরক্ষক): উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলবেন বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এশিয়া কাপে বাংলাদেশেকে ব্যাট হাতে একাই টেনেছেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস, মুশফিকের ইনিংসটি বছরের সেরা ইনিংসের তালিকাও থাকতে পারে। ৩০২ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় তিনি। এছাড়া সারাবছর জুড়ে দুর্দান্ত ব্যাটিং করে গেছেন মুশফিক। ২০১৮ সালে সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা দশে রয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৯ ম্যাচ খেলে ৭৭০ রান সংগ্রহ করেছেন মুশফিক। ৫৫.০ গড়ে রান তোলা এই ব্যাটসম্যান একটি শতক এবং পাঁচটি অর্ধশতক হাঁকিয়েছেন। এছাড়া উইকেটের পেছনের দায়িত্বটিও ভালোভাবে পালন করে গেছেন সারাবছর জুড়ে। ২৩টি ডিসমিসাল করেছেন তিনি, যেখানে ২১টি ক্যাচ এবং দুটি স্ট্যাম্পিং ছিল তাঁর।


৭। মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক): একাদশের অধিনায়ক হিসেবে আছেন বাংলাদেশ দলকে এশিয়া কাপের ফাইনালে একাই কাঁধে বয়ে নিয়ে যাওয়া মাশরাফি বিন মর্তুজা। অভিজ্ঞ ক্রিকেটার সাকিব-তামিমের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের নিয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে গেছেন মাশরাফি। বিশ্ব দরবারে প্রশংসিতও হয়েছেন টাইগার অধিনায়ক। বাংলাদেশকে ২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৩ জয় এনে দিয়েছেন তিনি। এছাড়া বর্তমান বিশ্বের নতুন বলের অন্যতম অভিজ্ঞ বোলার মাশরাফি। ২০ ম্যাচ খেলে ২৬ উইকেট নিয়েছেন তিনি, বোলিং করেছেন মাত্র ৪.৯১ ইকোনমিতে। শেষের দিকে ব্যাট হাতে দলের জন্য অবদান রাখার সামর্থ্য রয়েছে মাশরাফির। 



৮। রশিদ খানঃ বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার রশিদ খান থাকছেন বর্ষসেরা একাদশে। বর্তমানে ওয়ানডে ফরম্যাটের এক নম্বর অলরাউন্ডার এই আফগান ক্রিকেটার। বল হাতে ২০১৮ সালের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। ২০ ম্যাচ খেলে ৪৮ উইকেট নিয়েছেন রশিদ। ৩.৮৯ ইকোনমিতে বোলিং করেছেন এই স্পিনার। ২৪ রান খরচায় পাঁচ উইকেট তাঁর সর্বোচ ফিগার। ব্যাট হাতেও কার্যকরী রশিদ খান। ২০ ম্যাচের ১২ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন তিনি, রান নিয়েছেন ১৮২। যেখানে অপরাজিত ৫৭ রানের ইনিংস ছিল তাঁর সর্বোচ্চ।  


৯। কুলদিপ যাদবঃ ২০১৮ সালে দুর্দান্ত বোলিং করে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতীয় চায়নাম্যান কুলদিপ যাদব। ১৯টি ওয়ানডে খেলে ৪.৬৪ ইকোনমিতে বোলিং করে ৪৫ উইকেট নিয়েছেন তিনি। 


১০। লুঙ্গি এনগিদিঃ পেস বোলিং বিভাগের দায়িত্ব নিবেন দক্ষিণ আফ্রিকার ফ্রন্ট লাইন পেসার লুঙ্গি এনগিদি। ২২ বছর বয়সী তরুণ ২০১৮ সাল পার করেছেন দুর্দান্ত ফর্মে। বছর জুড়ে ১৩টি ওয়ানডে খেলেছেন এই ডানহাতি পেসার, ৫.৫৬ ইকোনমিতে উইকেট নিয়েছেন ২৬টি। বছরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় সেরা দশে আছেন তিনি।


১১। জাসপ্রিত বুমরাহঃ এনগিদির সাথে পেস বোলিংয়ে জুটি বাঁধবেন ভারতীয় ফ্রন্ট লাইন পেসার জাসপ্রিত বুমরাহ। ডানহাতি এই বোলার ডেথ ওভারে অনেক কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম। এবছর ১৩টি ওয়ানডে খেলেছেন বুমরাহ, অবিশ্বাস্য ৩.৬২ ইকোনমিতে বোলিং করে ২২ উইকেট নিয়েছেন তিনি। ৩৫ রানে চার উইকেট তাঁর এবছরের সর্বোচ্চ ফিগার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball