স্কোয়াডের সদস্য বাড়িয়েছে অস্ট্রেলিয়া

ছবি: ছবি- গ্যাটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে সিডনি টেস্টের স্কোয়াডে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মারনাস লাবুসচাগনে। সিডনির স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে এখন পর্যন্ত দুই টেস্ট খেলা এই তরুণকে দলে ডাকা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল ২৪ বছর বয়সী অলরাউন্ডার লাবুসচাগনের। সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত সেই টেস্ট সিরিজে ৮১ রান করার পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

মেলবোর্ন টেস্টে ১৩৭ রানের বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে স্কোয়াডে নতুন সদস্য হিসেবে মারনাস লাবুসচাগনের দলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন টিম পেইন। তাঁর ভাষায়,
'হ্যাঁ, মারনাসকে একাদশের সাথে যুক্ত করা হয়েছে। সে আমাদের সাথে সিডনি যাচ্ছে। আমরা সিডনি পৌঁছে উইকেট দেখব। আমি যতটুকু শুনেছি, সেখানকার উইকেটে যথেষ্ট স্পিন আছে। আমরা সেখানে পৌঁছে উইকেট দেখে সেরা কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করব। আমাদের লক্ষ্য সিডনি টেস্ট জয় করা, সিরিজ ড্র করা।'
মারনাস লাবুসচাগনে এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। ৩৩ গড়ে ৪ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে ২৫২১ রান করেছেন তিনি। লেগ স্পিন বল করে এখন পর্যন্ত ২৪ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী এই কুইন্সল্যান্ডার।
অস্ট্রেলিয়া স্কোয়াডঃ
টিম পেইন (অধিনায়ক, উইকেটরক্ষক), জস হ্যাজেলউড (সহঅধিনায়ক), প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মারনাস লাবুসচাগনে, নাথান লায়ন, শন মার্শ, পিটার সিডল, মিচেল স্টার্ক, মিচেল মার্শ।