বিপিএলে নজর থাকবে অজি নির্বাচকদের

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মিথ-ওয়ার্নারদের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মার্চে। এর আগে তাদের পারফর্মেন্সে নজর থাকবে অজি নির্বাচকদের। জাতীয় দলের হয়ে বিবেচিত হওয়ার আগে এই দুই তারকা বিপিএল, আইপিএল এবং পিএসএলে খেলবেন।
৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএলের আসরে স্মিথ খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। আর ডেভিড ওয়ার্নার মাঠ মাতাবেন সিলেট সিক্সার্সের হয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানিয়েছেন, এই দুই ক্রিকেটারের পারফর্মেন্স দেখতে এই টুর্নামেন্টগুলোতে নজর থাকবে তাদের।

'অবশ্যই এই টুর্নামেন্টগুলোতে তাদের ফর্ম আমাদের বিবেচনায় ভূমিকা রাখবে, তাই এগুলো দেখা খুব গুরুত্বপূর্ণ,' বলেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী।
তবে এই দুই ক্রিকেটারের ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। পারফর্মেন্স দিয়ে তাদের জাতীয় দলে ফেরা এখন শুধু সময়ের ব্যাপার বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই কর্মকর্তা।
'আমি যা শুনেছি এখানে স্টিভ ও ডেভের ফর্ম নিয়ে উদ্বেগের কিছু নেই, তাই এটা শুধু সময়ের ব্যাপার। এটা আমরা মূল্যায়ন করছি এবং আগামী কয়েক মাসের মধ্যে যত দ্রুত সম্ভব তাদের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করবো।'
তবে, অন্য খেলোয়াড়দের মতো একই মানদন্ডে তাদের নির্বাচন করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে স্মিথ-ওয়ার্নারদের জাতীয় দলে ফেরা অনেকটাই নির্ভর করছে টি-টুয়েন্টি লিগগুলোতে তাদের পারফর্মেন্সের উপর।
'আমাদের সকল খেলোয়াড়দের জন্য নির্বাচনী মানদন্ড একই রকম হওয়া উচিত, আমরা এটা নিশ্চিত করতে চাই,' বলেছিলেন রবার্ট।