রান-বন্যা অব্যাহত রাখতে চান মমিনুল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৮ সাল দারুণ কেটেছে টাইগার টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান মমিনুল হকের। এই বছর টেস্ট এবং সকল প্রথম শ্রেণীর প্রতিযোগিতায় সব মিলিয়ে ১৭৯১ রান করেছেন তিনি, যা বিশ্বের যেকোনো দেশের ক্রিকেটারের চেয়ে চলতি বছরের সর্বোচ্চ। সাথে বাংলাদেশি কোন ব্যাটসম্যানের এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান।
তবে ব্যাটিংয়ে বেশ কিছু উন্নতির জায়গা এখনও বাকী তাঁর, মনে করছেন বছরে আটটি টেস্ট ম্যাচ খেলে চারটি ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়া মমিনুল।

আসন্ন বছরেও নিজের পারফর্মেন্সের ধারাবাহিকতা রক্ষা করতে চান তিনি। ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান,
'সত্যি বলতে এই বছর আমার জন্য দারুণ ছিল। কেননা আমি যেমনটা আশা করেছিলাম অমনটার কাছাকাছি করতে পেরেছি। কিন্তু এখনও উন্নতির জন্য বেশ কিছু জায়গা আছে। আমি আমার সব সামর্থ্য দিয়েই তা কাটিয়ে উঠার চেষ্টা করছি।
'আমি সবগুলো ম্যাচ নতুনভাবে শুরু করতে চাই, ভালো খেলতে চাই। আমার পারফর্মেন্স আরও সমৃদ্ধ করতে চাই এবং বর্তমান ফর্ম ধরে রাখতে চাই। আমি মনে করি ব্যাটিংয়ে আমার উন্নতির অনেক জায়গা আছে।'
বিশেষ করে দেশের বাইরের পারফর্মেন্স নিয়ে অনেক বেশি হতাশ মমিনুল। চলতি বছরের মাঝামাঝিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দুটো টেস্ট ম্যাচ খেলে একেবারেই ব্যর্থ ছিলেন তিনি।
'ক্যারিবীয় দীপপুঞ্জে আমি ভালো পারফর্ম করতে পারিনি, এমনটা বলতেই হবে। এটা নিয়ে আমি কিছুটা হতাশ। কেননা একজন ক্রিকেটার হিসেবে আপনি দেশের বাইরে কতোটা ভালো পারফর্ম করেন সেটা গুরুত্বপূর্ণ।'; জানিয়েছেন মমিনুল।