নাঈমের প্রতিপক্ষ মিরাজ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্টের সাথে ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দারুন ফর্মে আছেন। অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে তরুণ ক্রিকেটার নাঈম হাসানও মেহেদি হাসান মিরাজের জায়গায় নিজেকে প্রমান করার স্বপ্ন দেখেন।
সুযোগ পেলে টেস্ট, ওয়ানডে বা টি-টুয়েন্টি সকল ফরম্যাটেই নিজের মুনশিয়ানা দেখানোর অপেক্ষায় আছেন নাঈম। আপাতত সেই সুযোগের অপেক্ষায় আছেন চট্টগ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটার।

তিন ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করা মিরাজকে ছাড়িয়ে এখনই একাদশে জায়গা করে নেয়া সহজ নয় নাঈমের জন্য। তবে তিনি অপেক্ষায় আছেন সুযোগের। ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন,
'জাতীয় দলে আমার জায়গায় মিরাজ ভাই আছে। আমার এখন লক্ষ্য থাকবে, আমাকে যেই জায়গাতেই সুযোগ দিবে, আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। টেস্টে খেলানো হলে টেস্টে, ওয়ানডে হলে ওয়ানডেতে। আমি মনে করি আমি সব ফরম্যাটে খেলতে পারব।'
উল্লেখ্য, রঙিন পোশাকে অভিষেকের দেখা না পেলেও কিছুদিন আগেই উইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল নাঈমের। ১৮ বছর বয়সী এই স্পিনার ইতিমধ্যেই খেলেছেন দুটি টেস্টে।
উইকেটও পেয়েছেন ছয়টি। অবশ্য এক ইনিংসেই পেয়েছিলেন পাঁচ উইকেট। সম্প্রতি বিসিএলেও খেলেছেন দারুণ। পূর্বাঞ্চলের হয়ে শেষ ম্যাচে নিয়েছেন দশটি উইকেট।