'সবে তো শুরু, যেতে হবে বহুদূর'

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটের এলিট ফরম্যাট টেস্টে প্রথমবারের মতো পা রাখার পরেও তেমন গর্বিত নন তরুণ টাইগার অফ স্পিনার নাঈম হাসান। উইন্ডিজদের বিপক্ষে অভিষেক টেস্টেই ৫ উইকেট শিকার করা নাঈমের চোখ আরও অনেক দূরে।
ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী এই তরুণ জানিয়েছেন, বিশ্বমানের স্পিনার হওয়ার লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি। নাঈমের ভাষ্যমতে,
'এটা তো মাত্র শুরু। গর্ববোধ করার কিছু নেই। কারণ আমি তো সাধারণ মানুষ। আমার মত অনেক ছেলে আছে কষ্ট করছে।

'আল্লাহ আমাকে দিয়েছে, এটাকে আমার অনেক দূর নিয়ে যেতে হবে। আমার বিশ্বমানের স্পিনার হওয়ার ইচ্ছে আছে।'
ক্রিকেট খেলা ছাড়ার আগে নিজেকে সফল একজন স্পিনার হিসেবে দেখতে চান নাঈম। আর সেই উদ্দেশ্য পূরণ হলে তবেই নিজেকে নিয়ে গর্ব বোধ করবেন তিনি। নাঈম বলেছেন,
'যেদিন খেলা ছাড়ব, কিছু করে সফল হওয়ার পরে খেলাটা ছাড়ব। তখন গর্ববোধ করব।
উল্লেখ্য উইন্ডিজদের বিপক্ষে গত চট্টগ্রাম টেস্ট দিয়ে টেস্ট অভিষেক হয় নাঈম হাসানের। নিজের প্রথম টেস্টেই বল হাতে ঝলক দেখান তিনি।
ক্যারিবিয়ানদের বিপক্ষে তস্ত ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়ে নিজের আগমনী বার্তা প্রদান করেন বিশ্ব ক্রিকেটকে।
এবার নিজের সাফল্যের পরিধি আরও বড় করতে চান প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮ ম্যাচে ৬৪ উইকেট শিকার করা নাঈম হাসান।