জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে কিউইরা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজেদের দ্বিতীয় ইনিংসে টম লাথাম এবং হেনরি নিকলসের জোড়া সেঞ্চুরিতে ক্রাইস্টচার্চ টেস্ট জয়ের পথে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচ জেতার জন্য শেষ দুই দিনে শ্রীলংকার প্রয়োজন ৬৩৬ রান, হাতে আট উইকেট।
আগের দিন দুই উইকেটে ২৩১ রান করা নিউজিল্যান্ড এদিনে চার উইকেটে ৫৮৫ রান করে ইনিংস ঘোষণা করেছে। আর তাতেই শ্রীলংকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৬৬০ রান।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ট্রেন্ট বোল্টের তোপের মুখে পড়ে শ্রীলংকা। শুন্য রানে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার দিমুথ করুনারত্নে। আরেক ওপেনার দানুস্কা গুনাথিকালাকে (৪) থামিয়েছেন টিম সাউদি।
তৃতীয় দিন শেষে দুই উইকেটে ২৪ রান করা শ্রীলংকার উইকেট পাহারায় আছেন অধিনায়ক দিনেশ চান্দিমাল (১৪*) এবং কুশল মেন্ডিস (৬*)।

এর আগে দিনের প্রথম সেশনেই রস টেইলরের উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৪ বলে ছয়টি চারে ৪০ রান করে লাহিরু কুমারার বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেছেন টেইলর।
এরপরে ২১৪ রানের জুটি গড়েছেন লাথাম ও নিকলস। দীর্ঘ এই জুটিতে টেস্ট ক্যারিয়ারে নিজের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন লাথাম। ওয়েলিংটনে ডাবল সেঞ্চুরি হাঁকানো এই ওপেনার এই ম্যাচেও ছিলেন ডাবলের নেশায়।
কিন্তু ১৭ টি চার ও একটি ছক্কায় গড়া তাঁর ইনিংসের সমাপ্তি ঘটান লঙ্কান পেসার দুসমন্থা চামিরা। ফিরে যাওয়ার আগে ৩৭০ বল খেলে ১৭৬ রান করেন লাথাম।
এরপরে ১২৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নিকলস এবং কলিন ডি গ্র্যান্ডহোম। নিকলস পেয়ে যান তাঁর ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ার সেরা ১৬২ রানে (১৬ টি চারে) অপরাজিত ছিলেন নিকলস।
সঙ্গী গ্র্যান্ডহোম খেলেছেন ৪৫ বলে ছয়টি চার ও দুটি ছয়ে ৭১* রানের একটি ক্যামিও ইনিংস। নিজেদের প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয়েছিল কিউইরা। জবাবে বোল্টের তোপের মুখে শ্রীলংকা নিজেদের প্রথম ইনিংসে করেছিলো ১০৪ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৭৮/১০
(সাউদি- ৬৮, ওয়াটলিং- ৪৬; লাকমল- ৫/৫৪, কুমারা-৩/৪৯)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১০৪/১০
(ম্যাথিউস- ৩৩, সিলভা- ২১; বোল্ট- ৬/৩০, সাউদি- ৩/৩৫)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৫৮৫/৪ (ডিক্লেয়ার)
(লাথাম- ১৭৬, নিকলস- ১৬২*, রাভাল- ৭৪; কুমারা- ২/১৩৪)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২৪/২ (লক্ষ্য ৬৬০ রান)
(চান্দিমাল- ১৪*, মেন্ডিস- ৬*; বোল্ট- ১/১১)