সেঞ্চুরিয়নে দুইদিনে ৩০ উইকেটের পতন!

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে ১৫ উইকেট পড়ার পরে দ্বিতীয় দিনেও পড়েছে আরও ১৫ টি উইকেট! পেসারদের স্বর্গে জয়ের জন্য স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৪৯ রান।
প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হওয়া পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯০ রান করেছে। শুরুটা যদিও ভালো করেছিলো পাকিস্তান। তবে ডুয়ান অলিভিয়েরদের সামনে টিকতে পারেনি তাঁরা।
প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া অলিভিয়ের এদিনেও নিয়েছেন পাঁচটি উইকেট। দলীয় ৪৪ রানে ফখর জামানের (১২) উইকেট হারায় পাকিস্তান। এরপরে ৫৭ রানের জুটি গড়েন ইমাম উল হক এবং শান মাসুদ।

আটটি চার ও একটি ছক্কায় ৫৭ রান করে অলিভিয়েরের বলে বোল্ড হয়ে ফিরে যান ইমাম। এরপরে ভাঙন ঘরে পাক ব্যাটিং লাইন আপে। একে একে ফিরে যান আজহার আলী (০), আসাদ শফিক (৬), বাবর আজম (৬), সরফরাজ আহমেদরা (০)।
ইমাম উল হক আর নবম উইকেট হিসেবে মাঠ ছেড়ে যাওয়া শান মাসুদের ৬৫ রান ছাড়া আর কোন উল্লেখযোগ্য ইনিংস নেই পাকিস্তানের পুরো ব্যাটিং লাইনআপে।
প্রোটিয়াদের হয়ে এদিনে তিনটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। দুটি উইকেট নিয়েছেন ডেল স্টেইন। এর আগে আফ্রিকাকে তাঁদের প্রথম ইনিংসে ২২৩ রানে থামিয়েছিল পাকিস্তান।
প্রথম দিন শেষেই প্রোটিয়ারা করেছিল পাঁচ উইকেট হারিয়ে ১২৭ রান। এরপরে দ্বিতীয় দিনের শুরুতে টেম্বা বাভুমা (৫৩) আর শেষের দিকে উইকেটরক্ষক কুইন্টন ডি কক (৪৫) কিছুটা প্রতিরোধ গড়লে আফ্রিকার রান দুইশ অতিক্রম করে।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির এবং শাহিন শাহ আফ্রিদি নেন সমান চারটি করে উইকেট। দুটি করে উইকেট নেন হাসান আলী।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান প্রথম ইনিংসঃ ১৮১/১০
(বাবর ৭১, আজহার ৩৬; অলিভিয়ের ৬/৩৭, রাবাদা ৩/৫৯)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ২২৩/১০
(বাভুমা ৫৩, কক ৪৫; আমির ৪/৬২, আফ্রিদি ৪/৬৪)
পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ ১৯০/১০
(মাসুদ ৬৫, ইমাম ৫৭; অলিভিয়ের ৫/৫৯ , রাবাদা ৩/৪৭)