promotional_ad

হ্যান্ডসকম্বের বিধ্বংসী ব্যাটিং, স্টার্সের প্রথম জয়

ছবি- গ্যাটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সন্দীপ লামিচান, জ্যাকসন কোলম্যানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর পিটার হ্যান্ডসকম্বের বিধ্বংসী ব্যাটিংয়ে এবারের বিগ ব্যাশে প্রথম জয় তুলে নেয় মেলবোর্ন স্টার্স। সিডনির ঘরের মাঠে সিডনি সিক্সার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে মেলবোর্ন স্টার্স।


সিক্সার্সের দেয়া ১৩১ রানের লক্ষ্য ৩১ বল বাকি থাকতেই জিতে যায় স্টার্স। লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারায় গ্লেন ম্যাক্সওয়েলের দল। দলীয় চার রানে ও'কেফের বলে সাজঘরে ফেরেন ওপেনার বেন ডাঙ্ক (৪)। এরপর তিনে নামা ব্যাটসম্যান নিক লারকিনের সাথে জুটি গড়েন অস্ট্রেলিয়া টেস্ট দল থেকে বাদ পড়া হ্যান্ডসকম্ব।


৮৭ রানের জুটি গড়েন দুইজনে, যেখানে সিংহভাগ রান করেন হ্যান্ডসকম্ব। তাণ্ডব চালিয়ে ২২ বলেই অর্ধশতক তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২০ রান করে ও'কেফের বলে আউট হয়ে ফেরেন লারকিন। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নামেন অধিনায়ক ম্যাক্সওয়েল।


কিন্তু ম্যাক্সওয়েলকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি হ্যান্ডসকম্ব। ৩৫ বলে ৭০ রান করে ফিরেছেন তিনি। তাঁর বিদায়ের পর পরই ফেরেন অধিনায়ক ম্যাক্সওয়েল। ৮ রান করা ম্যাক্সওয়েলকে ফেরান বেন ডোয়ারসুইস।


পাঁচে নামা মার্কাস স্টোইনিসকেও ফেরান ডোয়ারসুইস। ১০ রান করেছিলেন তিনি। যদিও এরই মধ্যে জয়ের সুবাস পেয়ে যায় স্টার্স। ডুয়াইন ব্রাভো (৯*) এবং ইভান গুলবিস (৪*) শেষ পর্যন্ত ১৪.৫ ওভারে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচ সেরা হয়েছেন হ্যান্ডসকম্ব। সিক্সার্সের হয়ে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ডোয়ারসুইস।



promotional_ad

টস জিতে সিক্সার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল স্টার্স। শুরু থেকেই সিক্সার্সের ব্যাটসম্যানদের চাপে রেখেছিল স্টার্সের বোলাররা। দলীয় চার রানেই সিক্সার্সের প্রথম উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। এরপর দলীয় ২৬ রান দ্বিতীয় উইকেট হারায় সিক্সার্স।


ওপেনার জো ডেনলিকে ১৪ রানে ক্যাচ বানিয়ে ফেরান ম্যাক্সওয়েল। এরপর চতুর্থ উইকেট জুটিতে ২২ রান যোগ করেন ড্যানিয়েল হিউজ এবং মোসেস হেনরিকস। কিন্তু দুজনের এই জুটি বেশীক্ষণ টিকতে দেননি কোলম্যান। হিউজকে ২০ রানে ফেরান তিনি।


এরপর দলীয় অধিনায়ক হেনরিকসও ফেরান মাত্র তিন রান করে। নতুন ব্যাটসম্যান হিসেবে নামা জর্ডান সিল্ক একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছিলেন। কিন্তু শেষের দিকের ব্যাটসম্যানরা লামিচান-কোলম্যানদের সামনে দাঁড়াতে পারেননি। তবে শেষ মুহূর্তের ধাক্কা সামলে শেন অ্যাবট সিল্কের সাথে ৩৩ রানের জুটি গড়েন।


১৬ বলে ২২ রান করা অ্যাবটের বিদায়ের পর শেষ হয়ে যায় সিডনি সিক্সার্সের ইনিংস। নির্ধারিত ২০ ওভার শেষ নয় উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে সিক্সার্স। ৩৭ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন সিল্ক। কোলম্যান ১৮ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। ব্রাভো এবং লামিচানে নিয়েছেন দুটি করে উইকেট।


সংক্ষিপ্ত স্কোরঃ


সিডনি সিক্সার্সঃ ১৩০/৯ (২০ ওভার)



(হ্যান্ডসকম্ব ৭০, লারকিন ২০; ডোয়ারসুইস ৩/২৬)


মেলবোর্ন স্টার্সঃ ১৩২/৫ (১৪.৫ ওভার)


(সিল্ক ৪১*, অ্যাবট ২২; কোলম্যান ৩/১৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball