promotional_ad

আঠারো মাস পর দলে ফিরলেন নিশাম

ছবি- গ্যাটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন জেমস নিশাম এবং ডগ ব্রেসওয়েল। সাথে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট।


২০১৭ সালের জুনে জাতীয় দলের পোশাকে শেষ খেলেছিলেন অলরাউন্ডার নিশাম। দীর্ঘ ১৮ মাস পর নির্বাচকদের নজরে পড়েছেন তিনি। একই বছরের ডিসেম্বরে শেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন পেসার ব্রেসওয়েল। এরপর জাতীয় দলের দরজা না খুললেও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্মেন্স করে গেছেন দুইজনই। এই পারফর্মেন্সই তাঁদেরকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে, জানিয়েছেন কিউই দলের প্রধান নির্বাচক গেভিন লারসেন।


'ডগ এবং জিমি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মেন্স দেখিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তাঁরা যে প্রস্তুত তা ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার 'এ' দলের সিরিজে প্রমাণ করেছে,' বলেছিলেন গেভিন লারসেন।



promotional_ad

শেষ দুই মাসে ঘরোয়া লিস্ট 'এ' টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ৬৩.৮৭ গড়ে ৫০৩ রান করেছিলেন নিশাম। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ১১১। পাশাপাশি ওই টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।


এছাড়া ভারত 'এ' দলের বিপক্ষে দারুণ পারফর্মেন্স করেছিলেন পেসার ব্রেসওয়েল। যেখানে আট উইকেট নিয়েছিলেন তিনি। এদিকে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথামকে।


তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার টিম সেইফার্ট। ভারতের 'এ' দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে ৪২.৬৬ গড়ে ১২৩ রান করেছেন তিনি। জাতীয় দলের হয়ে ৭টি টি-টুয়েন্টি খেলেছেন সেইফার্ট। ভালো পারফর্মেন্সের পুরষ্কার দেয়া হয়েছে তাঁকে, জানিয়েছেন দলের প্রধান নির্বাচক।


'নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে ভালো পারফর্মেন্স করার পুরষ্কার দেয়া হয়েছে টিমকে,' বলেছিলেন কিউই দলের প্রধান নির্বাচক।



এছাড়া নিউজিল্যান্ড ডানহাতি ওপেনার মার্টিন গাপটিলও রয়েছেন এই স্কোয়াডে। শেষ সিরিজে আরব আমিরাতের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন তিনি।  


নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball