promotional_ad

ধিমানের বলে আউট নাফিস

ছবি- ওয়ালটন
promotional_ad


|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


দক্ষিনাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২০/১ (৫.৩ ওভার)


(রাব্বি ০*, বিজয় ১৩*; ধিমান ১/০)


উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২৮০/৯ (৮২.২ ওভার)


(জিয়াউর ৭৭*, জুনায়েদ ৭৭; রাজ্জাক ৫/৭৫)


দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৫৪১ অলআউট (১২৫.৩ ওভার)


(বিজয় ১৮০, আল-আমিন ১২৮; সানজামুল ৬/১২৮)



promotional_ad

উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ২৯৩ অল আউট (৮৩.৪ ওভার)


(আরিফুল ৯৮, জিয়াউর ৬৯; রাজ্জাক ৭/৬৯)


ব্যাটিংয়ে দক্ষিনাঞ্চলঃ


স্বল্প লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছেন দক্ষিণাঞ্চলের দুই ওপেনার এনামুল হক বিজয় এবং শাহরিয়ার নাফিস। ইতিমধ্যে জয়ের সুবাস পাচ্ছে তাঁরা। ২০ রান তুলে নিয়েছেন দুই ওপেনার। যদিও নাফিস ফিরে গেছেন ৭ রান তুলে, আউট হয়েছেন ধিমান ঘোষের বলে লেগ বিফোর হয়ে।


উইকেটে নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন ফজলে রাব্বি। তাঁর সাথে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান বিজয়। তিনি ব্যাটিং করছেন ১৩ রানে।


মামুলি লক্ষ্য দক্ষিণাঞ্চলের সামনেঃ


৮২.২ ওভার খেলেই থেমে গেছে উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংস। শেষ পর্যন্ত ২৮০ রান নিয়ে সক্ষম হয়েছেন উত্তরাঞ্চল। মাত্র ৩৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে তাঁরা দক্ষিণাঞ্চলের সামনে। ৭৭ রানে অপরাজিত ছিলেন জিয়াউর। তাঁকে সঙ্গ দিতে উইকেটে ছিলেন না কেউই।


দক্ষিণাঞ্চলের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। 



লড়াই করছেন জিয়াউরঃ


চট্টগ্রামে বিসিএলের ষষ্ঠ এবং শেষ রাউন্ডের খেলায় দক্ষিণাঞ্চলের চেয়ে এখনও ১০ রান পিছিয়ে থেকে শেষ দিনের ব্যাটিং করছে উত্তরাঞ্চল। ইনিংস পরাজয়ের হাতছানি দিচ্ছে তাঁদের। উত্তরাঞ্চলের হয়ে উইকেটে রয়েছেন জিয়াউর রহমান। দলের বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে একাই লড়াই করে যাচ্ছেন তিনি। তাঁর সাথে সঙ্গী হিসেবে উইকেটে রয়েছেন নতুন ব্যাটসম্যান সাকলাইন সজীব।


১০১ বলে ৫৩ রান নিয়ে ব্যাটিং করছেন উত্তরাঞ্চলের ব্যাটসম্যান জিয়াউর রহমান। দলের রান বর্তমানে ২৩৮, সাত উইকেট হারিয়ে।


দিনের শুরুতে ধিমান ঘোষকে নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন জিয়াউর। কিন্তু ১৩ রান করে লেগ বিফোর হয়ে ফিরেছেন ধিমান, সঙ্গ দিতে পারেননি জিয়াউরকে। জুটি গড়ে দলের রান বাড়াতে নেমেছিলেন সানজামুল ইসলাম।


কিন্তু তাঁকেও ফিরিয়েছেন রাজ্জাক, শাহরিয়ার নাফিসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball