লড়াই করছেন অর্ধশতক হাঁকানো জিয়াউর

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২৩৮/৭ (৭৭ ওভার)
(জিয়াউর ৫৩*, সাকলাইন ২*; রাজ্জাক ৩/৬১)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৫৪১ অলআউট (১২৫.৩ ওভার)

(বিজয় ১৮০, আল-আমিন ১২৮; সানজামুল ৬/১২৮)
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ২৯৩ অল আউট (৮৩.৪ ওভার)
(আরিফুল ৯৮, জিয়াউর ৬৯; রাজ্জাক ৭/৬৯)
লড়াই করছেন জিয়াউরঃ
চট্টগ্রামে বিসিএলের ষষ্ঠ এবং শেষ রাউন্ডের খেলায় দক্ষিণাঞ্চলের চেয়ে এখনও ১০ রান পিছিয়ে থেকে শেষ দিনের ব্যাটিং করছে উত্তরাঞ্চল। ইনিংস পরাজয়ের হাতছানি দিচ্ছে তাঁদের। উত্তরাঞ্চলের হয়ে উইকেটে রয়েছেন জিয়াউর রহমান। দলের বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে একাই লড়াই করে যাচ্ছেন তিনি। তাঁর সাথে সঙ্গী হিসেবে উইকেটে রয়েছেন নতুন ব্যাটসম্যান সাকলাইন সজীব।
১০১ বলে ৫৩ রান নিয়ে ব্যাটিং করছেন উত্তরাঞ্চলের ব্যাটসম্যান জিয়াউর রহমান। দলের রান বর্তমানে ২৩৮, সাত উইকেট হারিয়ে।
দিনের শুরুতে ধিমান ঘোষকে নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন জিয়াউর। কিন্তু ১৩ রান করে লেগ বিফোর হয়ে ফিরেছেন ধিমান, সঙ্গ দিতে পারেননি জিয়াউরকে। জুটি গড়ে দলের রান বাড়াতে নেমেছিলেন সানজামুল ইসলাম।
কিন্তু তাঁকেও ফিরিয়েছেন রাজ্জাক, শাহরিয়ার নাফিসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।