চাহালের স্বপ্ন লাল বলের ক্রিকেট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে চান লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। কিন্তু ভারতীয় টেস্ট দলে জায়গা এতটাও সহজ নয়, ভালো করেই জানেন ওয়ানডে এবং টি-টুয়েন্টি ফরম্যাটের নিয়মিত এই স্পিনার।
দীর্ঘ দিন ধরে টেস্ট ফরম্যাটে ভারতের স্পিন বিভাগ সামলে আসছেন রবিচন্দন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। এই ফরম্যাটে তাঁরা প্রতিনিয়ত নিজেদের প্রমাণ করে যাচ্ছেন। অভিজ্ঞ এই দুই স্পিনারের ভিড়ে দলে জায়গা করে না অনেক কঠিন। তবে টেস্টের জন্য নিজেকে তৈরি করছেন চাহাল।
ওয়ানডে এবং টি-টুয়েন্টি ফরম্যাট মিলিয়ে এরই মাঝে একশ উইকেটের মালিক বনে যাওয়া চাহাল এক সাক্ষাতকারে ভারতের শীর্ষস্থানীয় একটি পত্রিকাকে জানান,

'শেষ ৭-৮ বছরে তাঁরা দুজন (অশ্বিন এবং জাদেজা) নিজেদের প্রমাণ করে চলেছে। আমাদের (চাহাল এবং যাদব) আরও অনেক পথ পাড়ি দিতে হবে। আমি এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আমার স্বপ্ন ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলা।'
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে অশ্বিন-জাদেজার ভিড়ে কুলদিপ যাদব পাঁচটি টেস্ট খেলে ফেললেও এখনও টেস্ট অভিষেক হয়নি চাহালের।
তবে টেস্ট ক্রিকেট ভাবনার আগে, চাহালের ভাবনায় রয়েছে ২০১৯ সালের বিশ্বকাপ। বিশ্বকাপের আগে সূচিতে থাকা ম্যাচগুলোতে ভালো পারফর্মেন্স অব্যাহত রেখে বিশ্বকাপে খেলতে চান চাহাল।
'শেষ এক বছরে যদি আপনি আমাদের পারফর্মেন্স দেখেন, তাহলে দেখবেন আমরা ভালো সম্ভাবনা তৈরি করেছি। বিশ্বকাপে খেলার দৌড়ে আমরা অবশ্যই থাকব। তবে আমাদের অনেক দূরে যেতে হবে।'
'আমি এসব নিয়ে বেশি ভাবছি না। কেননা বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে এবং আইপিএলে আমাদের কিছু ম্যাচ আছে।'