promotional_ad

পূজারা-কোহলির কাঁধে ভারত

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিনটি নিজেদের করে নিলো ভারত। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা এবং ভিরাট কোহলির সাবধানী ব্যাটিংয়ে প্রথম দিন শেষে দুই উইকেট হারিয়ে ২১৫ রান করেছে তাঁরা। 


পূর্ব ঘোষণা অনুযায়ী এদিনে টেস্ট ক্যাপ পরিয়ে দেওয়া হয় সাত বছরের অস্ট্রেলিয়ান বালক আর্চি শিলারের মাথায়। টসের সময়ও উপস্থিত ছিলেন শিলার। গুরুত্বপূর্ণ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। 


বর্ডার-গাভাস্কার সিরিজের পূর্বের দুই ম্যাচে লোকেশ রাহুল-মুরালি বিজয় ওপেনিং জুটিতে ফল পাচ্ছিলো না ভারত। চলতি টেস্টে তাই নতুন ওপেনিং জুটি দেখা যাবে, এমনটা অনুমেয়ই ছিল।


দুই দিন আগের ঘোষিত দল অনুযায়ী এই ম্যাচে ওপেন করতে নামলেন হানুমা বিহারি এবং মায়াঙ্ক আগারওয়াল। বিহারি অবশ্য ৬৬ বলে ৮ রানের ইনিংস খেলে প্যাট কামিন্সের বলে তুলনামূলক আগেভাগেই ফিরে গিয়েছেন। 



promotional_ad

তবে অভিষেক টেস্টে ফিফটি হাঁকিয়েছেন আগারওয়াল। ১৬১ বলে আটটি চার ও একটি ছয়ে ৭৬ রান করে তিনিও ফিরেছেন কামিন্সের বলে। এরপরে পুরো সময়টা খেলে গিয়েছেন পূজারা-কোহলি।


দুজনে মিলে এখন পর্যন্ত গড়েছেন ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি। ২০০ বল খেলে ছয়টি চারে ৬৮* করেছেন পূজারা। ১০৭ বল খেলে সমান চারে ৪৭* রান করেছেন কোহলি।


তবে পূজারা, কোহলি বা আগারওয়াল নন, এবারের বক্সিং ডে টেস্ট আলোচিত হয়ে থাকবে ক্ষুদে আর্চি শিলারের জন্য। ম্যাচ শুরুর আগে জাঁকজমকের সঙ্গেই আর্চিকে ঐতিহ্যবাহী ব্যাগি গ্রিন বা টেস্ট ক্যাপ পরিয়ে দেন অজি কোচ জাস্টিং ল্যাঙ্গার। 


এরপর অধিনায়ক টিম পেইনের সাথে টস করতে মাঠের দিকে এগিয়ে যায় আর্চি। 'অতিথি অধিনায়ক' হিসেবে মর্যাদা দেওয়া হয় এরই মাঝে ১৩ বার অস্ত্রোপচার হয়ে যাওয়া আর্চিকে।


টসের সময়েও বিশেষ গুরুত্ব পেয়েছেন আর্চি। অধিনায়ক পেইনের জন্য তাঁর পরামর্শ থাকে, 'ছক্কা মারো এবং উইকেট তুলে নাও।'



সংক্ষিপ্ত স্কোরঃ-


ভারত প্রথম ইনিংসঃ- ২১৫/২
(আগারওয়াল ৭৬, পূজারা ৬৮*, কোহলি ৪৭*; কামিন্স ২/৪০)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball