কোট্রেলের এক ওভারে সাজঘরে লিটন-সৌম্য

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১১১/১ ১১.৩ ওভার)
লিটন দাস ৫৮* সাকিব ১*)
মিরপুরে সিরিজে ফেরার লক্ষ্যে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটিতে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন উইন্ডিজ দলপতি কার্লোস ব্র্যাথওয়েট। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল।
ফিরলেন সৌম্য-লিটন
প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন সৌম্য সরকার। লিটন দাসের সঙ্গে দারুন জুটি গড়ে ফিফটির পথেও হাঁটছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু শ্যাল্ডন কোট্রেলকে কভার অঞ্চল দিয়ে উড়িয়ে মারতে গিয়ে কার্লোস ব্র্যাথওয়েটের অসাধারণ ক্যাচে ৩২ রানে বিদায় নেন সৌম্য। একই ওভারের শেষ বলে লিটনকে ৫৮ রানে বোল্ড করে সাজঘরে ফেরান এই পেসার।

বাংলাদেশের একশঃ
ফিফটি হাঁকানোর পরও থেমে যান নি লিটন দাস। হাত খুলে রান স্কোরবোর্ডে যোগ করতে থাকেন। তাঁকে সঙ্গ দেয়া সৌম্য সরকারও উইন্ডিজ বোলারদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করে দলকে একশ রানের পুঁজি এনে দেন। ইতিমধ্যে পঞ্চাশ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান। ১১ ওভারের মধ্যে দলীয় ১০০ পূরণ করে দলকে বড় স্কোরে নিয়ে যাওয়ার জন্য ব্যাট করছেন লিটন এবং সৌম্য।
লিটনের ঝড়ঃ
মিরপুরে ব্যাট হাতে ঝড় তুলেছেন লিটন দাস। উইন্ডিজ বোলারদের বিপক্ষে নজরকাড়া শট খেলে ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। অর্ধশতক হাঁকাতে ডানহাতি এই ব্যাটসম্যানের লেগেছে মোট ২৬ বল। পাঁচ বাউন্ডার এবং চার ছক্কার সাহায্যে নিজের অর্ধশতক পূরণ করেন তিনি।
সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তামিমঃ
আগের ওভারে কভার অঞ্চলে ফ্যাবিয়ান অ্যালেন হাতে জীবন পাওয়ার পর এরপরের ওভারে তাঁকেই উইকেট দিয়ে বসেন তামিম ইকবাল। দলীয় ৪২ রানে শ্যাল্ডন মিডউইকেট অঞ্চলে উরিয়ে মারতে গিতে শ্যাল্ডন কোট্রেলের হাতে ক্যাচ দিয়ে বসেন তামিম। ১৬ বলে ১৫ রান আসে তাঁর ব্যাট থেকে।
জীবন পেলেন তামিমঃ
প্রথম ওভারে শ্যাল্ডন কট্রেলের বিপক্ষে ৯ রান তুলে শুরুটা ভালোই করেন তামিম ইকবাল। পরের ওভারেও সতর্কতার সাথে ব্যাট করেছেন দুই ওপেনার। তৃতীয় ওভারে এসে রানের খোঁজে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফ্যাবিয়ান অ্যালেনের হাতে কভার অঞ্চলে ক্যাচ দিয়ে বসেন তামিম। কিন্তু সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন তিনি। একই ওভারে স্ট্রাইকে এসে জোড়া বাউন্ডারি হাঁকান লিটন।
বাংলাদেশ একাদশঃ
তামিম ??কবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজ একাদশঃ
এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, কিমো পল, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, শেল্ডন কট্রেল, ওশানে থমাস।