promotional_ad

আইপিএল খেলতে স্কুলে ছুটির দরখাস্ত!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলে দল পেয়েছেন কিশোর বয়সেই। স্কুলের পড়াশোনার সাথে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট, সবকিছুই মানিয়ে নিতে হচ্ছে তাঁকে। তাই ভারতের এই জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট খেলতে স্কুল থেকে ছুটি নিতে হচ্ছে মাত্র ১৭ বছর বয়সী তরুণ ক্রিকেটার প্রয়াস রায় বর্মণকে। 


পড়াশোনা এবং ক্রিকেট, দুটোই গুরুত্বপূর্ণ তরুণ প্রয়াসের কাছে। তবে আইপিএলকে এই মুহূর্তে বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। তাই মার্চে শুরু হতে যাওয়া সিবিএসই পরীক্ষার জন্য স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন প্রয়াস। তাদেরকে অনুরোধ করবেন বিশেষ কোন ব্যবস্থা নেয়ার, জানিয়েছেন সল্টলেকের কল্যাণী পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর এই ছাত্র।


'দু’টোই গুরুত্বপূর্ণ। ক্রিকেট জীবনের জন্য আইপিএল যে রকম জরুরি। সে রকমই পড়াশোনার জন্য বোর্ডের পরীক্ষাও। প্রত্যেক বছর আইপিএল খেলার সুযোগ আসবে কি না, জানি না। তাই এখন আমার কাছে আইপিএলটাই বেশি গুরুত্ব পাচ্ছে। স্কুলে কথা বলব। অনুরোধ করব, এ বিষয়ে কোনও বিশেষ ব্যবস্থা যদি তারা নিতে পারে।'



promotional_ad

২০ লক্ষ রুপি ভিত্তি মূল্যের এই তরুণ ক্রিকেটারকে কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে রীতিমত লড়াই করে দলে নেয় ভিরাট কোহলির ব্যাঙ্গালুরু। তাঁর ভেতর প্রতিভা দেখেছেন বলেই তাঁকে দলে টেনেছে আরসিবি, বিশ্বাস প্রয়াসের।


আরসিবি'তে ডাক পেয়ে অনেক উচ্ছ্বসিত প্রয়াস। তবে ভারতীয় অধিনায়ক এবং আরসিবি অধিনায়ক ভিরাট কোহলির সাথে ড্রেসিং রুম শেয়ার করা অনেক বড় একটি পাওয়া তাঁর জন্য, এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।  


'সবাই চায় একজন লেগ স্পিনার দলে থাকুক, সুযোগ পেয়েছি ভাল লাগছে। অবশ্যই ভিরাট কোহলি আমার ছোট বেলা থেকে??? আদর্শ। উনার সাথে ড্রেসিং রুম শেয়ার করা অনেক বড় কিছু আমার জন্য। আমি অনেক কিছু শিখতে পারব উনার কাছ থেকে।'


ক'দিন আগেও যাকে কেউ চিনতো না এখন তাঁকে নিয়ে রীতিমত আলোচনার ঝড় চলছে। হঠাৎই সবার নজরে চলে এলেন প্রয়াস। ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারি ট্রফির ভালো পারফর্মেন্সই তাঁকে এই পর্যায়ে নিয়ে এসেছে বলে মনে করছেন প্রয়াস।



'বিজয় হাজারি ট্রফিতে অভিষেক ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে চার উইকেট পেয়েছিলাম। ওই প্রতিযোগিতায় সাত ম্যাচে ১১টি উইকেট পাই। এ ছাড়াও অনূর্ধ্ব-২৩ সি কে নাইডু ট্রফিতে গত বছর ১১ উইকেট পেয়েছিলাম। এ সব দেখেই হয়তো আরসিবি'র আমাকে পছন্দ হয়েছে।'


মোহাম্মদ শামি, ঋদ্ধিমান সাহার পরে প্রয়াসই কলকাতার একমাত্র ক্রিকেটার, যাকে এ বারের আইপিএলে খেলতে দেখা যেতে পারে। তবে যুজবেন্দ্র চাহাল, মইন আলি, ওয়াশিংটন সুন্দর ও পবন নেগিকে পিছনে ফেলে প্রথম এগারোয় থাকার দৌড়ে থাকতে পারবে কি না শেন ওয়ার্নের এই অন্ধ ভক্ত, সেটাই এখন দেখার বিষয়।


তবে প্রয়াসের লক্ষ্য প্রথম একাদশে সুযোগ করে নেওয়া। 'আরসিবি-র নেটে নিজেকে উজাড় করে দেব। প্রমাণ করব, প্রথম একাদশে থাকার যোগ্য আমি', সাফ বলেছেন প্রয়াস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball