promotional_ad

বিপিএলের দুয়ার খুলতে যাচ্ছে ভারতীয়দের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতীয় ক্রিকেটাররা খেলতে পারবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)!  নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ ছাড়া বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলেন না ভারতীয়রা ক্রিকেটাররা। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিধিনিষেধ আছে। তবে ক্রিকেটারদের বিপিএল খেলায় আপত্তি নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব অমিতাভ চৌধুরীর।


বিপিএলে এখন পর্যন্ত ভারতীয় কোন ক্রিকেটার অংশ না নিলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আগ্রহ রয়েছে তাঁদের। প্রতি বছর ডিপিএলে বিভিন্ন দলের হয়ে খেলতে বাংলাদেশে আসেন এক ঝাঁক ভারতীয়। তাই ইচ্ছা থাকলে এখন থেকে বিপিএলেও খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা, জানিয়েছেন অমিতাভ চৌধুরী।



promotional_ad

'ইচ্ছা পোষণ করলে ডিপিএলের মতো বিপিএলের অংশ নিতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। এতে খেলা কিংবা না খেলা পুরোটাই নির্ভর করছে তাদের ওপর,' বাংলাদেশি একটি টিভি চ্যানেলকে বলেছিলেন তিনি।


সাম্প্রতিক মৌসুমে ডিপিএলে খেলেছেন ইউসুফ পাঠান, উন্মুক্ত চাঁদ, রজত ভাটিয়ার মতো ক্রিকেটাররা। সামনে বিপিএলেও বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের উপস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।


তবে বিধিনিষেধ না থাকার কথা অমিতাভ চৌধুরী যতই বলুক না কেন, ভারতীয় বোর্ডের বড় সিদ্ধান্তের বিষয়ে যে কথাই বলতে চাননি তিনি। তাঁর ভাষায়, ‘এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’



আইপিলের মত বিপিএলও ক্রিকেট বিশ্বে এখন বেশ জনপ্রিয়। এখানে খেলতে আসছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা। সুতরাং চাইলে খেলতে পারবেন ভারতীয়রাও, ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সচিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball