promotional_ad

শচীন-লারাদের অধিনায়ক সাঙ্গাকারা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট ক্রিকেটে নিজের পছন্দের সেরা একাদশ নির্বাচন করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক এবং সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান রিকি পন্টিং।


৪৪ বছর বয়সী পন্টিং তাঁর সেরা একাদশে অস্ট্রেলিয়ান ক্রিকেটার রেখেছেন পাঁচ জন। অপরদিকে ক্যরিবিয়ান রয়েছেন দুই জন এবং দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের ক্রিকেটার রয়েছেন একজন করে।  


ওপেনার হিসেবে সাবেক এই অজি অধিনায়কের পছন্দের তালিকায় আছেন দুই অস্ট্রেলিয়ান জাস্টিন ল্যাঙ্গার এবং ম্যাথিউ হেইডেন। এরপর তিন নম্বরে পন্টিং রেখেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে। 



promotional_ad

ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান এবং রেকর্ডের বরপুত্র শচীন টেন্ডুলকারও রয়েছেন পন্টিংয়ের সেরা একাদশে। শচীনের পরে অর্থাৎ পাঁচ নম্বরে রাখা হয়েছে উইন্ডিজদের সর্বকালের সেরা ব্যাটসম্যান এবং ৪০০ রানের বিশ্বরেকর্ডধারী ব্রায়ান লারাকে।


ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে পন্টিংয়ের পছন্দ শ্রীলঙ্কান উইকেট রক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে। লঙ্কান এই কিংবদন্তীকে দলের অধিনায়ক হিসেবেও রেখেছেন পন্টিং। অস্ট্রেলিয়ান আরেক বিশ্বমাতানো ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট আছেন সাত নম্বরে। 


এদিকে একমাত্র স্পিনার হিসেবে পন্টিংয়ের সেরা একাদশটিতে জায়গা হয়েছে অজি কিংবদন্তী শেন ওয়ার্নের। এছাড়াও পেসারদের মধ্যে অজি এই সাবেক ক্রিকেটারের পছন্দ ক্যারিবিয়ান কার্টলি অ্যামব্রোস, পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাকগ্রাকে।


রিকি পন্টিংয়ের সেরা একাদশঃ



ম্যাথিউ হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, জ্যাক ক্যালিস, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, কার্টলি অ্যামব্রোস, গ্ল্যান ম্যাকগ্রা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball