তাসকিনদের দাপট, প্রতিরোধ নাঈমের

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের খেলায় দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৩১.৪ ওভার। এতেই মধ্যাঞ্চলের বোলিং তোপে পাঁচটি উইকেট নেই উত্তরাঞ্চলের।
এমনিতেই প্রথম দিনে বৃষ্টি বাঁধায় খেলা হয়নি, দ্বিতীয় দিনে মাঠ ভেজা থাকায় সকালে অনেক লম্বা সময় পর্যন্ত খেলা হয়নি। খেলা শুরু হলে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল উত্তরাঞ্চল।
এরপরে দলীয় ২৮ রানেই নিজেদের প্রথম উইকেট হারায় তাঁরা। ১১ বলে তিনটি চার ও একটি ছক্কায় ১৯ রান করা মিজানুর রহমানকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ।

এরপরে দ্রুতই ফিরে যান ফরহাদ হোসেন (০)। তাঁর উইকেটটি পেয়েছেন শহিদুল ইসলাম। তারপরের কিছুটা সময় প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন জুনায়েদ সিদ্দিকি এবং নাঈম ইসলাম।
জুনায়েদ ৩৫ রানে ফিরে যাওয়ার পরে থিতু হতে ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান রুম্মানও (৬)। জুনায়েদকে ফিরিয়েছেন আরাফাত সানি, সাব্বিরকে ফিরিয়েছেন তাসকিন।
এরপরে সাকলাইন সজিবকে (১) ফিরিয়ে দিয়েছেন মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত হোম। তারপরেই দিনের খেলা সমাপ্ত হয়। ৩১.৪ ওভারে দিনের শেষ পর্যন্ত উত্তরাঞ্চল করেছে ৯২ রান। উইকেটে আছেন নাঈম ইসলাম (২৯*)।
সংক্ষিপ্ত স্কোরঃ
উত্তরাঞ্চলঃ ৯২/৫ (৩১.৪ ওভার)
(জুনায়েদ ৩৫, নাঈম ২৯*; তাসকিন ২/২৮)