promotional_ad

শাস্তির মুখে সাকিব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর এবার জরিমানা গুনতে হচ্ছে সাকিব আল হাসানকে।  ম্যাচ চলাকালীন সময়ে অখেলোয়াড় সুলভ আচরণ করায় বাংলাদেশ টি-টুয়েন্টি অধিনায়কের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


জরিমানার পাশাপাশি তাঁর নামের পাশে যোগ করা হয়েছে এক ডিমেরিট পয়েন্টও।  বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে ওয়াইড না দেওয়ায় চিৎকার করে প্রতিবাদ জানান সাকিব এবং পরবর্তীতে আম্পায়ারের সাথে দীর্ঘ আলোচনায় লিপ্ত হন তিনি।



promotional_ad

ম্যাচ শেষে সাকিবের বিপক্ষে ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা আচরণবিধি ভাঙ্গার অভিযোগ আনলে তিনি সেটা মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসি’র কোড অব কন্ডাক্টের ২.১৪ ধারা ভঙ্গের ফলেই সাকিবকে ভোগ করতে হচ্ছে এই সাজা।


প্রসঙ্গত, দুই অন-ফিল্ড আম্পায়ার সৈকত শরফুদ্দৌলা ও তানভির আহমেদ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল সাকিবের বিরুদ্ধে অভিযোগটি করেন এবং আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ার্স এর জেফ ক্রো এ শাস্তি দেন।


গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টিতে একটি ডিমেরিট পেয়েছিলেন সাকিব। আইসিসির নীতি অনুযায়ী ২৪ মাসের মধ্যে মোট ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট বা দুটি সীমিত ওভারের ম্যাচে নিষেধাজ্ঞা পাবেন টাইগারদের টি টুয়েন্টি অধিনায়ক। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball