অবিক্রীত ম্যাককালাম, হেলস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের জয়পুরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন আইপিএলের জন্য প্রাথমিকভাবে দেশি-বিদেশি ১০০৩ জন ক্রিকেটারের নাম নিবন্ধিত করা হয়েছিল। সেখান থেকে ১৮ই ডিসেম্বর অনুষ্ঠিত এই নিলামের জন্য ৩৫১ জন ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। যেখানে ২৩১ জন দেশি এবং ১২০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে।

এখন পর্যন্ত নিলামে অবিক্রীত রয়েছেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। তাঁর ভিত্তি মূল্য ছিল ১.৫ কোটি রুপি। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকেও দলে ডাকেনি আইপিএলের কোন দল।
কিউই এই মারকুটে ব্যাটসম্যানের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তাঁদের সাথে এখন পর্যন্ত অবিক্রীত রয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিলকেও এখন পর্যন্ত কেউ দলে ভেড়ায়নি। তাঁর ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি।
এছাড়া ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পুজারাকেও দলে ডাকেনি কেউ। তাঁর সাথে এখনও অবিক্রীত রয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটার মনোজ টিওয়ারি। দুইজনের ভিত্তি মূল্য ছিল ৫০ লক্ষ্য ছিল।