বিসিএলের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে আগামীকাল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) আসরের পঞ্চম রাউন্ড মাঠে গড়াচ্ছে আগামীকাল (মঙ্গলবার)। প্রতি রাউন্ডের মতো কালও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিসিএলে।
যেখানে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে উত্তরাঞ্চলের মুখোমুখি হবে মধ্যাঞ্চল। অপরদিকে দ্বিতীয় ম্যাচে দক্ষিণাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে পূর্বাঞ্চল।

ম্যাচটি অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এদিকে বিসিএলের এই রাউন্ডে নামার আগে কিছুটা পিছিয়েই রয়েছে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল দল দুটি।
কেননা এখন পর্যন্ত চার ম্যাচের একটিতেও জয়ের দেয়া পায়নি তারা। প্রতিটি ম্যাচেই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
অপরদিকে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল দল দুটি চারটি ম্যাচ খেলে ১টি করে জয়ের দেখা পেয়েছে। আর ড্র পেয়েছে দুটি করে ম্যাচে।
বর্তমানে ১৭.৯৩ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথমে অবস্থান করছে মধ্যাঞ্চল। আর ১৭.৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে দক্ষিণাঞ্চল।