কোট্রেলের স্যালুট দেখল বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শর্ট বল, বাউন্সারে সিলেটে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দুর্দান্ত ছিলেন উইন্ডিজ পেসার শেলডন কোট্রেল। বাংলাদেশি ব্যাটসম্যানদের বার বারই পরাস্ত করেছেন তিনি, নিয়েছেন মূল্যবান চারটি উইকেট। সাথে ছিল তাঁর সেনাকর্মীদের স্যালুটের মতন নজরকাড়া উদযাপন।
তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারদের ফিরিয়ে উদযাপন করেছেন স্যালুট দিয়ে। কোট্রেল জানিয়েছেন, জ্যামাইকান সৈনিকদের সম্মানার্থেই এই স্যালুট দিয়ে থাকেন তিনি। ২৯ বছর বয়সী কোট্রেল নিজেই ক্রিকেটার হওয়ার আগে একজন সৈনিক ছিলেন।

'আমি জ্যামাইকান সৈনিক ছিলাম, তাই এটা তাঁদের প্রতি আমার সম্মান দেখানোর মাধ্যম,' ম্যাচ শেষে বলেছেন ফাস্ট বোলার কোট্রেল।
চার ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেয়া কোট্রেল বাংলাদেশি ব্যাটসম্যানদের শর্ট বলের ফাঁদে ফেলে সফল হয়েছেন। আরেক ফাস্ট বোলার ওশান থমাসের সাথে জুটিতে বোলিং করে ব্যাটিং পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছিলেন তিনি।
জুটি বেঁধে দুর্দান্ত বোলিংয়েই টাইগারদের নাগালে রাখতে পেরেছে উইন্ডিজ দল। তাঁর ভাষায়, 'অবশ্যই সহজ ছিল না। আমাদের বল হাতে চতুর হতেই হত। ওশান পাওয়ার প্লে'র ছয় ওভারে ভালো বোলিং করেছে। বাংলাদেশ বাজে শট খেলেছে কিন্তু আমরা ভালো বোলিং করেছি।'
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে সফরকারীরা। সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মাঠে, ম্যাচ দুটি ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।