সরফরাজকে আফ্রিদির উপদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান দলের তিন ফরম্যাটের বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদকে টেস্টের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর উপদেশ দিয়েছেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আপাতত তাঁকে সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দেয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
যদিও পাকিস্তানি এই সাবেক তারকা সরফরাজকে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবেই পছন্দ করেন, তবে ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে সরফরাজকে টেস্ট থেকে স্বল্প সময়ের জন্য নিজেকে বিশ্রাম দিতে বলেছেন তিনি।

'আমি প্রথম দিকে সব ফরম্যাটেই তাঁর অধিনায়কত্ব পছন্দ করতাম। কিন্তু সামনে বিশ্বকাপ, এটা আমার চাওয়া, তাঁর উচিত কিছু সময়ের জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকা এবং ওয়ানডে এবং টি-টুয়েন্টি ফরম্যাটের দিকে মনযোগী হওয়া। সে তাঁর সিদ্ধান্ত নিবে, আমি আমার অভিজ্ঞতা থেকে এটা বলছি। এরপর সে আরও বেশি দিতে সক্ষম হবে,' বলেছিলেন আফ্রিদি।
গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সরফরাজের নেতৃত্বেই ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল পাকিস্তান। তখন থেকেই দলের দায়িত্ব পালনে কিছুটা চাপে সরফরাজ।
এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আরব আমিরাতের ঘরের মাঠে ২-১ ব্যবধানে হেরেছে তাঁরা। যা বাড়তি চাপ সৃষ্টি করেছে পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট খেলা সরফরাজের উপর।
তাই পাকিস্তানি সাবেক বেশকিছু ক্রিকেটারের ন্যায় আফ্রিদিও উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজকে টেস্ট কিছুদিনের জন্য বিশ্রাম নিতে উপদেশ দিয়েছেন।