ইংল্যান্ড ও ভারতের পরেই বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালটি এখন পর্যন্ত দারুণ কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছর ২০টি ওয়ানডে খেলে ১৩টিতেই জয় তুলে নিতে সক্ষম হয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
আর এরই সাথে এবছর সর্বোচ্চ জয়ের সংখ্যার দিক থেকে তৃতীয়তে উঠে এসেছে টাইগাররা। যেখানে তাদের সামনে রয়েছে শুধুই ভারত এবং ইংল্যান্ড।
তালিকার দ্বিতীয়তে থাকা ভারত এ বছর মোট ২০টি ম্যাচে ১৪টিতে জয় পেয়েছে এবং পরাজিত হয়েছে ৪টিতে। আর দুটি ম্যাচ ছিলো ড্র।
অপরদিকে শীর্ষে থাকা ইংল্যান্ড এখন পর্যন্ত খেলেছে ২৪টি ওয়ানডে। যেখান তারা সর্বোচ্চ ১৭টি ম্যাচে পেয়েছে জয়ের দেখা। আর ৬টিতে পরাজিত হতে হয়েছে তাদের। তবে একটি ম্যাচ পরিত্যাক্ত হয়েছিলো।
এদিকে বাংলাদেশের পর সর্বোচ্চ জয়ের দিক থেকে চতুর্থ স্থানে আছে আফগানিস্তান। ২০টি ওয়ানডে ম্যাচ খেলে ১২টি জিততে সক্ষম হয়েছে আফগানিস্তান।তাদের পরাজয়ের সংখ্যা ৭টি এবং ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো ১টি।
এবছর ১৭টি ম্যাচ খেলে ৯টিতে জয়ের মুখ দেখেছে দক্ষিণ আফ্রিকা। ফলে ৮টি তে পরাজয় নিয়ে তাদের অবস্থান পঞ্চমে। তবে বিশ্বচ্যম্পিয়ন অস্ট্রেলিয়া এই তালিকার ধারেকাছেই নেই। চলতি বছর ১৩টি ওয়ানডেতে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা।

২০১৮ এর সর্বোচ্চ জয়ের তালিকাঃ
১।। ইংল্যান্ড (২৪ ম্যাচে ১৭ জয়)
২। ভারত (২০ ম্যাচে ১৪ জয়)
৩। বাংলাদেশ (২০ ম্যাচে ১৩ জয়)
৪। আফগানিস্তান (২০ ম্যাচে ১২ জয়)
৫। দক্ষিণ আফ্রিকা (১৭ ম্যাচে ৯ জয়)
৬। আয়ারল্যান্ড (১৩ ম্যাচে ৮ জয়)
৭। নিউজিল্যান্ড (১৩ ম্যাচে ৮ জয়)
৮। পাকিস্তান (১৮ ম্যাচে ৮ জয়)
৯। উইন্ডিজ (১৮ ম্যাচে ৮ জয়)
১০। শ্রীলঙ্কা (১৭ ম্যাচে ৬ জয়)