শতক 'মূল্যহীন' হোপের কাছে

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পরপর দুই ম্যাচে দুইটি শতক এবং সিরিজের সেরা ক্রিকেটার হয়েও আত্মতৃপ্ত নন উইন্ডিজ ওপেনার শাই হোপ। নিজের শতকের চেয়েও দলের জয় বেশি প্রাধান্ন পাচ্ছে ক্যারিবিয়ান এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের কাছে।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া ২৫৬ রানের লক্ষ্য বলতে গেলে একাই তাড়া করেছেন তিনি। দলকে জিতিয়েছেন ১৪৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে। সিরিজে ক্যারিবিয়ানরা সমতায় এসেছে তাঁর ব্যাটের রানেই।

শেষ ম্যাচে ঠিকই নিজে শতক হাঁকিয়েছেন, অপরাজিত থেকেছেন ১০৮ রানে। দলের বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার কারণে দল পারেনি লড়াই করার পুঁজি সংগ্রহ করতে। সিরিজে ২-১ ব্যবধানে হারতে হয়েছে সফরকারী উইন্ডিজকে। তাই ব্যক্তিগত শতক কিছুটা মূল্যহীন ২৫ বছর বয়সী শাই হোপের কাছে।
'সত্যি কথা বলতে আমি এখনও হতবম্ব হয়ে আছি। হ্যাঁ, আমি শতক পেয়েছি কিন্তু আপনি এই শতকের চেয়েও দলের জয়কে বেশি করে চাইবেন। কিন্তু এটা আমার জন্য গুরুত্বপূর্ণ এই ধারা অব্যহত রাখা,' বলেছিলেন সিরিজ সেরা হোপ।
তবে নিজের এই পারফর্মেন্সের ধারাবাহিকতা সামনের ম্যাচগুলোতেও ধরে রাখতে চান তিনি। দলের জয়ে রাখতে চান বড় অবদান।