promotional_ad

ফের অধিনায়কত্ব পেলেন লাসিথ মালিঙ্গা

ছবি- গ্যাটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লাসিথ মালিঙ্গাকে ফের অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। লঙ্কানদের ঘোষিত এই স্কোয়াডে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা।


২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো লঙ্কানদের অধিনায়কত্ব করেছিলেন তিনি। ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর অভিষেক হয়েছিল ২০১৭ সালে। মাত্র একটি ওয়ানডেতেই অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি।


সম্প্রতি ঘরের মাঠে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অধিনায়ক ছিলেন দীনেশ চান্দিমাল। আর টি-টুয়েন্টি দলের দায়িত্ব পালন করেছিলেন থিসারা পেরেরা। কিন্তু শ্রীলঙ্কার নতুন নির্বাচক কমিটি মালিঙ্গাকে দলের দায়িত্ব তুলে দিলেন।



promotional_ad

ফিটনেস এবং পারফর্মেন্সের বাজে অবস্থার কারণে এক বছরের উপর দলের বাইরে ছিলেন লঙ্কান পেসার মালিঙ্গা। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি।


এশিয়া কাপের পর ফিটনেস এবং রান আউট ইস্যুতে দল থেকে বাদ পড়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এবার কিউইদের বিপক্ষে দলে ডাক পেয়েছেন তিনি। এছাড়া ৩৩ বছর বয়সী লেগ স্পিনার সেকুগে প্রসন্নকেও স্কোয়াডে রেখে লঙ্কানরা, জিনি ২০১৭ সালে শেষ ওয়ানডে খেলেছিলেন।


বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়ে দল থেকে বাদ পড়েছেন স্পিনার আকিলা ধনঞ্জয়া। দলে জায়গা হয়েনি পেসার সুরাঙ্গা লাকমলের। দলের স্পিন বিভাগের দায়িত্ব পালন করবেন লক্ষ্মণ সান্দাকান এবং সেকুগে প্রসন্ন।


দুশমন্ত চামিরা, কাশুন রাজিথা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা এই চার পেসার রয়েছেন দলের পেস বোলিংয়ের দায়িত্বে।



শ্রীলঙ্কা ওয়ানডে এবং টি-টুয়েন্টি স্কোয়াডঃ


লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, আসিলা গুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাশুন শানাকা, লক্ষ্মণ সান্দাকান, সেকুগে প্রসন্ন,  দুশমন্ত চামিরা, কাশুন রাজিথা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball