promotional_ad

অ্যাডিলেডে জয়ের স্বপ্ন দেখছে ভারত

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যাডিলেড টেস্টে জয়ের স্বপ্ন দেখছে ভারত। প্রথম টেস্টে জিততে সফরকারীদের প্রয়োজন ৬ উইকেট। আর শেষ দিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২১৯ রান। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১০৪ রান। 


শন মার্শ ৩১ এবং ট্রাভিস হেড ১১ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করেছেন। ভারতের পক্ষে রবিচন্দ্র অশ্বিন এবং মোহাম্মাদ শামি নেন ২টি করে উইকেট। 


এর আগে চতুর্থ দিন ৩ উইকেটে ১৫১ রান নিয়ে খেলতে নামা ভারত শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে। রাহানে এবং পুজারা মিলে দলকে ২০০ রানের পুঁজিও এনে দেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে হাঁটছিলেন পুজারা।


কিন্তু দুজনের ৮৭ রানের জুটি ভাঙ্গেন নাথান লায়ন। ৭১ রান করা পুজারা ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। খানিক পর মাত্র ১ রানে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। 


promotional_ad

রোহিত বিদায় নিলে বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে থাকলেও একপ্রান্তে থিতু হয়ে খেলতে থাকেন রাহানে। কিন্তু নাথান লায়নের ঘূর্ণির সামনে তিনিও ৭০ রানে উইকেট বিলিয়ে দেন।


শেষ পর্যন্ত ভারত অল আউট হয় ৩০৭ রানে। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৩২৩ রান। অজিদের হয়ে নাথান লায়ন একাই নেন ৬ উইকেট।


৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে অজিরা। দলীয় ২৮ রানে অশ্বিনকে উইকেট ছুঁড়ে দেন ফিঞ্চ। এর খানিক পর মার্কাস হ্যারিসও বিদায় নেন।


দুই উইকেট হারিয়ে বসা অজিদের উদ্ধার করতে পারেননি উসমান খাওয়াজাও। দিনের শেষ বেলায় ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে আরও বিপদে ফেলেন পিটার হ্যান্ডসকম্ব। মোহাম্মদ শামির বলে পুজারার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়া ট্রাভিস হেড এবং শন মার্শের ব্যাটে ভর করে দিন শেষ করে।   


এর আগে নিজেদের প্রথম ইইংসে চেতেশ্বর পুজারার দুর্দান্ত সেঞ্চুরিতে ২৫০ রানের পুঁজি পায় ভারত। দলের পক্ষে একাই লড়াই চালিয়েছিলেন পুজারা। সাজঘরে ফিরেছেন ১২৩ রান করে। আর নিজেদের প্রথম ইনিংসে ট্রাভিস হেডের ৭২ রানের উপর ভর করে অস্ট্রেলিয়া অল আউট হয় ২৩৫ রানে। 


ভারত প্রথম ইনিংসঃ ২৫০ অল আউট, ৮৮ ওভার (পুজারা ১২৩) (হ্যাজেলউড ৫২/৩) 


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ২৩৫ অল আউট, ৯৮.৪ ওভার (হেড ৭২), (বুমরাহ ৪৭/৩)


ভারত দ্বিতীয় ইনিংসঃ ৩০৭/ অল আউট, ১০৬.৫ ওভার (পুজারা ৭১* রাহানে ৭০*), (নাথান লায়ন ১২২/৬)


অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ ১০৪/৪, ৪৯ ওভার (হেড ১১* শন মার্শ ৩১*), ( শামি ১৫/২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball