চমক দিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ছবি: জুবাইর হামজা, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যে?? স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
এই স্কোয়াডে চমক হিসেবে এসেছেন জুবাইর হামজা। গত ভারত সফরে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে ৫০ গড়ে ব্যাটিং করা এই ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত পারফর্মার। এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫১টি ম্যাচে ৩৫৭৪ রান সংগ্রহ করা হামজা প্রসঙ্গে সিএসএর নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জোন্ডি তাই বলেছেন,
'গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার জুবাইর এবং এই ফর্ম সে ভারত সফরেও দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে ধরে রেখেছে। ভারতের কঠিন কন্ডিশনে চার দিনের ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৫০,'

এদিকে প্রোটিয়াদের জন্য সুখবর হলো ১৩ সদস্যের এই স্কোয়াডে ফিরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুপস্থিত থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকাভিত্তিক টি টুয়েন্টি টুর্নামেন্ট এমজানসি সুপার লীগেও (এমএসএল) খেলেছেন তিনি।
তবে আমলা ফিরলেও হাঁটুর ইনজুরির কারণে টেস্ট সিরিজটিতে খেলা হচ্ছে না পেসার লুঙ্গি এনগিদির। তাঁর পরিবর্তে ডাক পেয়েছেন ডুয়াইন অলিভার। এছাড়াও প্রোটিয়াদের পেস আক্রমণে ডেল স্টেইনের সাথে আরও থাকছেন কাগিসো রাবাদা এবং ভারনন ফিল্যান্ডারও।
উল্লেখ্য আগামী ২৬শে ডিসেম্বর ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচের সিরিজটির পর ৫টি ওয়ানডে এবং ৩ ম্যাচের টি টুয়েন্টি সিরিজও খেলবে দুই দল।
দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াডঃ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, তিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক , ডিন এলগার, এইডেন মার্করাম, জুবাইর হামজা, কেশব মহারাজ, ডুইয়ান অলিভার, ডেল স্টেইন, কাগিসো রাবাদা, ভারনন ফিল্যান্ডার।