ওপেনিংয়েই স্বাচ্ছন্দ্যঃ লিটন

ছবি: লিটন কুমার দাস

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস বরাবরই পরিচিত ওপেনার হিসেবে। কখনও কখনও অন্য পজিশনে খেললেও ওপেনিংয়ে নামতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ২৪ বছর বয়সী লিটন।
মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে উইকেটরক্ষক এই ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন এমনটা। যদিও টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী যেকোনো পজিশনে খেলতেই প্রস্তুত তিনি,
'এটা (পজিশন) টিম ম্যানেজমেন্টের ব্যাপার। নিজের পছন্দ বললে, আমি যেহেতু সবসময় ওপেন করি ও পারফর্ম করেছি, সেখানে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।'

উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ৯ই ডিসেম্বর। টাইগার স্কোয়াডে থাকা লিটন মূল একাদশে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
তবে এসব কিছু নিয়ে ভাবনা নেই তাঁর। বরং সুযোগ পেলে নিজের শতভাগ দিয়েই চেষ্টা করবন ভালো খেলার বলে জানিয়েছেন,
'আমি খেলব নাকি খেলব না, এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমার যেটি কাজ, শতভাগ দেওয়া, সেই চেষ্টা করব।'
বর্তমানে বাংলাদেশ দলে তামিম ইকবাল ছাড়াও রয়েছেন সৌম্য সরকার কিংবা মোহাম্মদ মিঠুনদের মতো ওপেনাররা। যারা এরই মধ্যে নিজেদের প্রমাণ করেছেন সফলভাবে।
আর সেই কারণে দলে জায়গা পাওয়াটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লিটন। এই চ্যালেঞ্জটিকে ভালো করার তাগিদ বলেই বলে করেন তিনি। তাঁর ভাষায়,
'আমাদের জন্য অবশ্যই ভালো। চ্যালেঞ্জিংও বলতে পারেন। দলে এখন তিন-চারজন ওপেনার, তারা নিয়মিত পারফর্ম করছে। দেখতেও ভালো লাগে। নিজের ভেতর চ্যালেঞ্জ থাকে যে ভালো করতে হবে।'