উইকেটের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি একাদশঃ ৮১/১ (৯ ওভার); লক্ষ্যঃ ৩৩২
(তামিম ৪৬*, সৌম্য ০*); (চেজ ১/ ৫)
ওয়েস্ট ইন্ডিজঃ ৩৩১/৮ (৫০ ওভার)
(হোপ ৭৮); (অপু ২/৬১, রুবেল ২/৫৫)
ফিরেছেন ইমরুলঃ

রস্টন চেজের স্পিনে সাজঘরে ফিরেছেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন তিনি। যেখানে পাঁচটি চারের মার ছিল তাঁর। দলীয় ৮১ রানে ফিরেছেন তিনি।
বর্তমানে উইকেটে রয়েছেন তামিম ইকবাল। ২৯ বলে ৪৬ রান নিয়ে অর্ধশতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি। তাঁর সাথে উইকেটে নেমেছেন সৌম্য সরকার।
হাত খুলে খেলছেন ইমরুলঃ
এক প্রান্তে তামিম ইকবাল দেখে শুনে খেললেও অপরপ্রান্তে থাকা ইমরুল কায়েস হাত শুনে খেলছেন। দুজনের ব্যাটে ইতিমধ্যে ৩ ওভারে ৩৬ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। জয়ের জন্য এখনও ২৯৬ রান প্রয়োজন বাংলাদেশের।
ব্যাটিংয়ে তামিমঃ
ফিল্ডিং না করলেও ব্যাটিংয়ে নেমেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তিন মাস পর ব্যাট হাতে মাঠে নেমেছেন তামিম। শেষবার ব্যাট হাতে এশিয়া কাপে নেমেছিলেন তিনি। উইন্ডিজদের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাটিং করছেন তিনি।
তাঁর সাথে ব্যাটিংয়ে নেমেছেন আরেক বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। প্রথম ওভারেই ১১ রান সংগ্রহ করে নিয়েছেন তিনি।
বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মিথুন রায়, শাহীন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।
উইন্ডিজ স্কোয়াডঃ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, চন্দ্রপল হেমরাজ, শিমরণ হ্যাটমিয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কিরণ পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস ও ওশান থমাস।