২০০তে দ্রুততম ইয়াসির শাহ

ছবি: ইয়াসির শাহ, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ।
নিউজিল্যান্ডে বিপক্ষে চলমান আবু ধাবি টেস্টেই এই কীর্তি গড়েছেন ৩২ বছর বয়সী এই তারকা স্পিনার।
এদিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২১ তম ওভারের প্রথম বলেই উইলিয়াম সামারভিলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ইয়াসির শাহ।

আর এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে সবথেকে দ্রুত ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন তিনি।
ফলে তিনি ছাড়িয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার ক্লারি গ্রিমেট। ১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৩৬তম টেস্টে ২০০ উইকেট নিয়েছিলেন এই অজি।
তালিকার তৃতীয়তে আছেন ভারতের রবিচন্দ্র অশ্বিন। ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে এই ভারতীয় সময় নিয়েছিলেন ৩৭টি টেস্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে এই মাইলফলকে পা রাখেন তিনি।
অশ্বিনের পর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চমে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী ডেনিস লিলি ও পাকিস্তানের ওয়াকার ইউনিস।
১৯৮০ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজের ৩৮তম টেস্টে ২০০ উইকেট তুলে নিয়েছিলেন লিলি। অপরদিকে পাকিস্তানি পেসার ওয়াকার নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৯৫ সালে এই কীর্তি গড়েন।